Don Bradman: ভারত সফরে ব্যবহৃত ব্র্যাডম্য়ানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপির সম্ভাব্য দাম ২২০০০০০০ টাকা
Don Bradman Baggy Green Cap: ভারত সফরে সেই সিরিজে ব্র্য়াডম্য়ান ৬টি ইনিংস খেলেছিলেন। যেকানে ১৭৮ এর ওপর গড়ে মোট ৭১৫ রান করেছিলেন। ঝুলিতে ছিল তিনটি সেঞ্চরি ও একটি দ্বিশতরানও।
সিডনি: ব্য়াগি গ্রিন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে এই টুপির মাহাত্ম্যই আলাদা। ঐতিহ্য়ের, সম্মানের এই টুপি। এবার নিলামে ফের উঠল ডন ব্র্যাডম্য়ানের (Don Bradman) ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপিটি (Baggy Green Cap)। ১৯৪৭-৪৮ মরশুমে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিলেন কিংবদন্তি ব্র্যাডম্য়ান। সেই সিরিজে যে টুপিটি তিনি পরেছিলেন, সেই টুপিটিই নিলামে উঠেছে। বনহ্যামস বলে একটি নিলামে পরিচালনকারী সংস্থা এই নিলাম পর্বটি আয়োজন করেছে। সূত্রের খবর, সম্ভাব্য় দাম এই টুপিটির ধার্য করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা ভারতীয় অঙ্কে ২ কোটি ২০ লক্ষ টাকা।
ভারত সফরে সেই সিরিজে ব্র্য়াডম্য়ান ৬টি ইনিংস খেলেছিলেন। যেকানে ১৭৮ এর ওপর গড়ে মোট ৭১৫ রান করেছিলেন। ঝুলিতে ছিল তিনটি সেঞ্চরি ও একটি দ্বিশতরানও। তাঁর টেস্টে ৯৯.৯৪ গড় আজও অক্ষুন্ন। এই রেকর্ড কোনওদিনই কারও পক্ষে ভাঙা সম্ভব নয়। উইজডেনের বিচারে সর্বকালের সেরা প্লেয়ারের এর আগেও একটি টুপি নিলামে উঠেছিল। ১৯২৮ সালে টেস্ট অভিষেক হয় ব্র্যাডম্য়ানের। সেই টুপিটিও ২০২০ সালে নিলামে উঠেছিল।
Cricket legend Bradman's baggy green cap could fetch $260,000
— Cricket World (@Cricket_World) December 2, 2024
🇦🇺💰📈🏏🧢https://t.co/YMT7KVmHcS#DonBradman pic.twitter.com/dKl5XmIGQ3
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন ব্র্যাডম্যান। নিলাম পরিচালিত সংস্থা বনহ্যামসের সিডনির কার্যালয়ে থাকলে ব্যাগি গ্রিন টুপিটি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ব্যাগি গ্রিন টুপি এর আগেও নিলামে উঠলে চড়া দামে বিক্রি হয়েছে।
২০২২ সালে প্রয়াত হন কিংবদন্তি অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি ২০২০ সালে তাঁর টেস্ট কেরিয়ারে ব্যবহার করা ব্য়াগি গ্রিন টুপিটি নিলামে তুলেছিলেন। সেবার অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর দাবানলে একাধিক মানুষ প্রাণ হারান। তিনি তখন নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, ''দেশে ভয়ঙ্কর দাবানলের জন্য অনেক প্রাণহানী হয়েছে। মানুষের জীবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের প্রাণ হারিয়েছে। বাড়ি ধ্বংস হয়েছে এছাড়াও ৫০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। সবাই এই লড়াইয়ে একসঙ্গে আছে। আমরা নিজেরা নানা ভাবে চেষ্টা করছি কিছু করার। সেই ভাবনা থেকেই আমি নিলামে তুলছি আমার খুব প্রিয় ব্যাগি গ্রিন টুপি। এটি পরেই পুরো টেস্ট কেরিয়ারে খেলেছি আমি। আশা করি এখান থেকে পাওয়া অর্থে দেশের স্বার্থে কাজে আসবে।'' উল্লেখ্য, ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপিটি নিলামে সাড়া ফেলেছিল।