ENG vs IND 3rd Test: বুমরার ৫ উইকেট, রুটের সেঞ্চুরি ও স্মিথের অর্ধশতরানেও প্রথম ইনিংসে চারশোর গণ্ডি পেরোতে ব্যর্থ ইংল্যান্ড
Jasprit Bumrah: এক ম্যাচ বিশ্রাম নিয়ে মাঠে ফিরেই লর্ডসে প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিলেন যশপ্রীত বুমরা।

লন্ডন: লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রানেই অল আউট হয়ে গেল। জো রুটের (Joe Root) অনবদ্য শতরান, ব্রাইডন কার্স ও জেমি স্মিথ প্রতিআক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে অর্ধশতরান করলেন। তা সত্ত্বেও চারশো পার করতে পারল না থ্রি লায়ান্স। ভারতের হয়ে গত ম্যাচে বিশ্রাম নেওয়ার পর এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটানো যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ফের একবার প্রমাণ করলেন কেন তিনি এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) বোলার। লর্ডসের 'অনার্স বোর্ড'-এ নাম তুললেন বুম বুম, নিলেন পাঁচ পাঁচটি উইকেট।
ম্য়াচের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেন। তবে দুইজনেই ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন। তিন স্ট্রাইক বোলারের সাফল্য এনে দিতে না পারলেও, দ্বিতীয় বদল হিসাবে বল হাতে নিয়ে এক ওভারে জোড়া উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি। ক্রলি ১৮ ও ডাকেট ২৩ রানে সাজঘরে ফেরেন। তবে প্রথম সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে, তা রুট ও অলি পোপ সুনিশ্চিত করেন।
এই দুই ব্যাটারই ইংল্যান্ড ইনিংসকে এগিয়ে নিয়ে যান। গোটা দ্বিতীয় সেশন ব্যাট করে শতাধিক রানের পার্টনারশিপও গড়েন। তবে তৃতীয় সেশনের শুরুটা ভারতীয় দল দারুণভাবে করে। প্রথম বলেই অলি পোপকে ৪৪ রানে সাজঘরে ফেরান রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় টেস্টের শতরানকারী হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি। বুমরার স্বপ্নের ইনস্যুইংয়ে মাত্র ১১ রানে বোল্ড হন তিনি। ১৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে আরও এক বা দুই উইকেট হারালেই ইংল্যান্ড বেশ চাপে পড়ে যেত। তবে ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার রুট ও বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন। দুইজনেই পঞ্চম উইকেটে অপরাজিত ৭৯ রানের পার্টনারশিপ গড়ে দিনশেষে মাঠ ছাড়েন।
প্রথম দিন একেবারে নিজেদের স্বভাবচিত আগ্রাসী ব্যাটিংয়ের পরিবর্তে ইংল্যান্ড দেখেশুনে ক্রিকেটটা খেলে। চার উইকেটে তোলে ২৫১ রান। দ্বিতীয় দিন শুরুতে জো রুট ৯৯ রানে অপরাজিত ছিলেন। লর্ডসে নিজের নবম শতরান পূরণ করতে খুব একটা সময় নিলেন না ইংল্যান্ডের মহাতারকা। দিনের প্রথম বলেই চার মেরে শতরান পূরণ করেন তিনি। তবে বুমরা অপরপ্রান্তে অনবদ্য এক ইনস্যুইংয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের স্টাম্প ভেঙে দেন। ৪৪ রানে আউট হন স্টোকস। এরপর পালা ছিল রুটের। সেঞ্চুরিয়ন ব্যাটার বুমরার বলেই প্লেডঅন হন। ঠিক তার পরের বলেই ক্রিস ওকসও সাজঘরে ফেরেন।




















