ENG vs IND 3rd Test: শুরুতে বুমরার জাদুর পর স্মিথ-কার্সের দুরন্ত পার্টনারশিপ, দ্বিতীয় দিন লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ৩৫৩/৭
Jasprit Bumrah: দ্বিতীয় দিনের প্রথম আধ ঘণ্টার মধ্যেই বুমরা রুট, স্টোকস এবং ওকসকে সাজঘরে ফেরান।

লন্ডন: ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল জো রুটের ৩৭তম টেস্ট শতরানের মধ্যে দিয়ে। তবে তারপরে প্রথম আধ ঘণ্টা দাপট দেখান ভারতীয় বোলাররা। আরও স্পষ্ট করে বললেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দুরন্ত স্পেলে তিন তিনটি উইকেট নেন তিনি। কিন্তু তারপরে আবার ম্যাচে কামব্যাক করে ইংল্যান্ড। সৌজন্যে জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। দুরন্ত অর্ধশতরানের পার্টনারশিপে তাঁরাই ইংল্যান্ডকে ৩৫০ পার করালেন। দ্বিতীয় দিনে প্রথম সেশনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩৫৩ রান।
গতকাল রাতে জো রুট ৯৯ রানে অপরাজিত ছিলেন। তবে দিনের শুরুতে লর্ডসে নিজের নবম শতরান পূরণ করতে খুব একটা সময় নিলেন না ইংল্যান্ডের মহাতারকা। দিনের প্রথম বলেই চার মেরে শতরান পূরণ করেন তিনি। তবে বুমরা অপরপ্রান্তে অনবদ্য এক ইনস্যুইংয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের স্টাম্প ভেঙে দেন। ৪৪ রানে আউট হন স্টোকস। এরপর পালা ছিল রুটের। সেঞ্চুরিয়ন ব্যাটার বুমরার বলেই প্লেডঅন হন। ঠিক তার পরের বলেই ক্রিস ওকসও সাজঘরে ফেরেন।
ওকসের হালকা খোঁচা বুমরা বা কিপার জুরেল শুনতে পারেননি বলেই প্রাথমিকভাবে মনে হয়। কিন্তু স্লিপ ফিল্ডারদের পরামর্শে একেবারে দুই সেকেন্জ বাকি থাকতে ডিআরএস চান শুভমন গিল। রিপ্লেতে দেখা যায় বল ওকসের ব্যাটে লেগেছে। তিনি খাতা খোলার আগেই আউট হন। শুরুতে তিন উইকেট পেয়েই তীব্র গতিতে ইংল্য়ান্ডকে অল আউট করতে ঝাঁপিয়ে পড়ে ভারত। এইসবের মধ্যে সিরাজের বলে জেমি স্মিথের (Jamie Smith) একটি ক্যাচও মিস হয়। স্লিপে এক্ষেত্রে ক্যাচ ফেলেন রাহুল।
সেই জীবনদান পেয়ে তা কাজে লাগান স্মিথ। শুরুটা একটু বুঝেশুনে করলেও, নিজের ছন্দে ব্যাটিং করা শুরু করেন তিনি। তাঁর ব্য়াট থেকে একের পর এক বাউন্ডারি আসে। ঠিক যেমনটা এজবাস্টনে তাঁর শতরানের ইনিংসের সময় দেখা গিয়েছিল। দেখতে দেখতে মাত্র ৫২ বলে আরও একটি অর্ধশতরান পূরণ করে ফেলেন ইংল্যান্ডের কিপার-ব্যাটার। স্মিথকে যোগ্য সঙ্গ দেন আটে নামা কার্স। তাঁরা দুইজনে মিলে ইতিমধ্যেই অষ্টম উইকেটে থ্রি লায়ান্সের হয়ে ৮২ রান যোগ করে ফেলেছেন। কার্স ৩৩ রানে অপরাজিত রয়েছেন। এবার দেখার ইংল্যান্ড দ্বিতীয় সেশনে চারশো রানের গণ্ডি পার করতে পারে কি না।



















