Virat Cricket Story: ছয় মারলেই আউট ঘোষণা, পাড়া ক্রিকেট নয়, ২৩৪ বছরের পুরনো ক্রিকেট ক্লাবের অভিনব সিদ্ধান্ত
England Cricket Club: এই ক্রিকেট ক্লাবের অনুশীলন ও ম্য়াচ যেখানে, যেই মাঠগুলোয় আয়োজিত হয়, তার আশেপাশেই রয়েছে একাধিক বাড়ি। জনবসতিপূরণ এলাকা।
লন্ডন: ছয় মারলেই নির্বাসিত হতে হবে। হ্যাঁ, এমনই অদ্ভুত নিয়ম এই ক্রিকেট ক্লাবের। কিন্তু কেন? প্রথম লাইনটা পড়ে আপনিও নিশ্চয় অবাক হয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেট (T20 Cricket), ফ্র্যাঞ্চইজি ক্রিকেটের দুনিয়ায় চার-ছক্কার ফুলঝুরি দেখা না গেলে তো খেলার মাধুর্যই নষ্ট হয়ে যাবে। কিন্তু ইংল্যান্ডের এক ক্রিকেট ক্লাব এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। প্রায় ২৩৪ বছরের পুরনো সাউথউইক ও শোরহাম ক্রিকেট ক্লাব ব্যাটারদের ছক্কা হাঁকানো নিষিদ্ধ করেছে। সেক্ষত্রে কোনও প্লেয়ার ছক্কা হাঁকালেই তাঁকে নির্বাসিত হতে হবে। কিন্তু কেন? তাহলে জেনে নেওয়া যাক একবার-
আসলে এই ক্রিকেট ক্লাবের অনুশীলন ও ম্য়াচ যেখানে, যেই মাঠগুলোয় আয়োজিত হয়, তার আশেপাশেই রয়েছে একাধিক বাড়ি। জনবসতিপূরণ এলাকা। ফলে ক্রিকেটারদের হাঁকানো ছক্কায় সেখানে প্রত্যেক বাড়ির জানালার কাচ ভেঙেছে এর আগে। কখনও বা কারও গাড়িতে গিয়ে বল লাগছে। ফলে প্রচুর অভিযোগ জমা পড়েছে ক্লাব কর্তৃপক্ষের কাছে। এইভাবে বসতবাড়ি ও গাড়ি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই শুধু বাইন্ডারি মারা যাবে ছক্কা হাঁকানো যাবে না। আর কেউ যদি ভুল করেও ছক্কা হাঁকিয়ে বসেন, তবে তাঁকে আউট হিসেবে বিবেচিত করা হবে।
সংবাদ মাধ্যম টেলিগ্রাফে এক প্রবীন নাগরিক জানিয়েছিলেন, ''এই মাঠগুলো খুবই ছোট। ফলে তরুণ কোনও ছেলে এখানে এসে খেলতে নেমে ছক্কা হাঁকানোর চেষ্টা করবেই, আর তাতেই আশেপাশের বিভিন্ন বাড়িঘর, গাড়ি ক্ষতিগ্রহস্ত হচ্ছে।''
View this post on Instagram
ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের এই ক্লাবটি যে মাঠে খেলে, সেটি আয়তনে খুবই ছোট। আর মাঠের আশেপাশে রয়েছে বসতবাড়ি। প্রতিবেশীদের নিরাপত্তার কথা ভেবেই এই নিয়ম করেছে ক্রিকেট ক্লাবের। ক্লাবের আরেক ক্রিকেটার অবশ্য এই সিদ্ধান্ত একেবারেই হাস্যকর বলেছেন। তাঁর কথায়, ''ক্রিকেটের আগ্রহটাই তো নষ্ট হয়ে যাবে এই ভাবে। চার- ছক্কা বন্ধ করা কখনওই কাম্য নয়।'' উল্লেখ্য, এখনও পর্যন্ত এই নিয়ে ক্লাবের কোনও অফিশিয়াল কেউ কিছু মন্তব্য করেননি।
আরও পড়ুন: সিন্ধু সহ টিটি, তিরন্দাজির দল মিলিয়ে প্যারিসে গেমস ভিলেজে পৌঁছলেন ৪৯ ভারতীয় অ্যাথলিট