Ashes 2025-2026: হারতে হারতে কোণঠাসা ইংল্যান্ড, অ্য়াশেজের পরই চাকরি হারাতে পারেন ম্য়াকালাম
Brendon McCullum: চলতি অ্য়াশেজের আগেও ম্য়াকালামের কোচিংয়ে ইংল্য়ান্ডের পারফরম্য়ান্স একেবারেই ভাল ছিল না। বাজবল তত্ত্ব নিয়ে কিউয়ি তারকা স্টোকস শিবিরে নতুনত্ব আনতে চেয়েছিলেন। কিন্তু তা কাজে দেয়নি।

সিডনি: অ্য়াশেজে ইতিমধ্যেই হেরে গিয়েছে ইংল্য়ান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের ফল যাই হোক না কেন, সিরিজ খোয়াতে হয়েছে স্টোকস শিবিরকে। এই পরিস্থিতিতে কোচ ব্রেন্ডন ম্য়াকালামকে ছেঁটে ফেলার ভাবনা চিন্তা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। টাইমস স্পাের্টসের প্রকাশিত খবর অনুযায়ী চলতি অ্য়াশেজ শেষ হওয়ার পরই হয়ত ম্যাকালামকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই এই নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আলোচনাও করছে।
চলতি অ্য়াশেজের আগেও ম্য়াকালামের কোচিংয়ে ইংল্য়ান্ডের পারফরম্য়ান্স একেবারেই ভাল ছিল না। বাজবল তত্ত্ব নিয়ে কিউয়ি তারকা স্টোকস শিবিরে নতুনত্ব আনতে চেয়েছিলেন। কিন্তু তা কাজে দেয়নি। অ্যাশেজের প্রথম তিনটি টেস্টে মাত্র ১১ দিনের মধ্যেই হেরে গিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। সিডনি টেস্ট বর্তমানে চলছে। এর আগে ভারতীয় দল ইংল্য়ান্ডে গিয়ে সিরিজ ড্র করে এসেছিল। গৌতম গম্ভীরের কোচিংয়ে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলে বিরাট, রোহিত না থাকলেও সেই সিরিজে ইংল্য়ান্ড জিততে পারেনি।
ম্য়াকালামের কোচিংয়ে টেস্ট ফর্ম্য়াটে ভারতের সফর দুর্দান্ত শুরু হয়েছিল। ১৩টি ম্যাচের মধ্যে ১২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপরই আচমকাই ব্যর্থতার তালিকা লম্বা হতে থাকে। শুধুমাত্র ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জিততে ব্যর্থ হওয়াই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন মরশুমে একবারও ফাইনালে জায়গা করতে পারেনি স্টোকসের দল।
ইংল্য়ান্ডের কোচ হওয়ার পর টেস্ট ফর্ম্য়াটে বাজবল তত্ত্ব নিয়ে আসেন ম্য়াকালাম। অনেকে বলছেন, বাজবল কথাটির অর্থ ভয়ডরহীন ক্রিকেট। কেউ কেউ আবার বলছেন, ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালামের ডাকনাম বাজ আর তাঁর আগ্রাসী ক্রিকেটের দর্শনই বাজবল। এবার ‘বাজবল’ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ম্যাকালাম। তার কাছে এই বিষয়টি অবশ্য মজার নয়। ম্য়াকালাম বলেছিলেন, "আমি বাজবল নিয়ে অনেক বক্তব্য দেখেছি। আমার কাছে খেলার অর্থ হচ্ছে ক্রমাগত নিজের পারফরম্যান্সের উন্নতি করা এবং সেরাদের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করা। নিউজিল্যান্ড ও ভারতও দারুণ দল। আমি নিশ্চিত ইংল্যান্ডের খেলোয়াড়রা এই মনোভাব বজায় রাখবে। যে কারণে লোকেরা আমাদের বাজবলের নাম দিচ্ছে তা আমি পছন্দ করি না। খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে এবং এর পিছনে অনেক গভীর চিন্তাভাবনা রয়েছে। তারা চাপটা সুন্দরভাবে সামলেছে।''




















