England Cricket Team: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাঝপথেই দেশ ছাড়ছে ইংল্যান্ড
IND vs ENG: ১৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে।
নয়াদিল্লি: বিশাখাপত্তনমে একদিন আগেই শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় টেস্ট (IND vs ENG 2nd Test)। ১০৬ রানের বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরেছে ভারতীয় দল। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে দুই দলের তৃতীয় টেস্ট আয়োজিত হওয়ার কথা। কিন্তু হঠাৎই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড (England Cricket Team)।
ভারতের বিরুদ্ধে লাল বলের সিরিজ় শরুর আগে আবু ধাবিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পে প্রস্তুতি সেরেছিলেন বেন স্টোকসরা। সেখানেই আবার ফিরে যাচ্ছেন তাঁরা। নির্ধারিত সময়ের আগে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ায় ইংল্যান্ডের হাতে বেশ খানিকটা সময় রয়েছে। সেই সময়টাকেই কাজে লাগাতে আগ্রহী থ্রি লায়ান্স ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই সাময়িক বিরতি নিতে আগ্রহী ইংল্যান্ড। স্টোকসদের দেশ ছাড়ার খবরটি ইতিমধ্যেই সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিতও করেছে।
ভারতের বিরুদ্ধে সিরিজ়ে ইংল্যান্ডের সামনে ভারতীয় স্পিন সামলানোটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। মূলত সেই কথা মাথায় রেখেই মরুদেশে ইংল্যান্ড নিজেদের প্রস্তুতি সারে। তাঁদের প্রস্তুতি যে ফলপ্রসূত হয়েছে, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারতে হলেও, অতীতের মতো স্পিনের বিরুদ্ধে আত্মসমর্পন করেনি থ্রি লায়ান্সরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের ২০টি উইকেটের মধ্যে মাত্র নয়টি উইকেট পান ভারতীয় স্পিনাররা। তৃতীয় টেস্টের আগে ফের একবার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ তাঁদের সামনে।
ইংল্যান্ডকে এই সিরিজ়ে কেমন উইকেটে খেলতে হবে, সেই নিয়ে বহুদিন আগে থেকেই চর্চা হচ্ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক তো বলেই দিয়েছেন, ভারতের হাতে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমারদের মতো পেসার থাকায় স্পিনিং ট্র্যাকের দরকারই নেই। যে কোনও পিচ থেকেই বিপক্ষের ২০টি উইকেট তুলে নিতে পারেন যাঁরা। প্রাক্তন সতীর্থের মতো এই প্রসঙ্গে অনেকটা একই সুর ধরা পড়ল রাহুল দ্রাবিড়ের গলাতেও।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারানোর পর পিচ নিয়ে বিতর্ককে মাঠের বাইরে ফেললেন ভারতীয় দলের হেড কোচ সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন, 'আমরা টার্নার চাই না। কিউরেটর পিচ বানান। ভারতে টেস্টে ৪-৫ দিনের মাথায় বল ঘোরে। আমাদের হাত নেই। কখনও আমাদের বলা হয় তৃতীয় দিন থেকে বল ঘুরবে আর দেখা যায় প্রথম দিন থেকে বল ঘুরছে। কখনও আবার বলা হয় দ্বিতীয় দিন থেকে বল ঘুরবে অথচ চার দিনের মাথাতেও বল ঘোরে না। আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করি। যেরকম পিচই হোক না কেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইংল্যান্ডকে গুঁড়িয়ে ৯০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন বুম বুম বুমরা