Jasprit Bumrah: ইংল্যান্ডকে গুঁড়িয়ে ৯০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন বুম বুম বুমরা
IND vs ENG: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (Team India)। সিরিজ এখন ১-১। বাকি তিন টেস্টের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ফয়সালা।
বিশাখাপত্তনম: পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। বল হাতে বাইশ গজে ফের আগুন ঝরাচ্ছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ শিকার। সব মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দিলেন বুম বুম বুমরা-ই। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
সেই সঙ্গে ৯০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন বুমরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে ৯ উইকেট নিয়েছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের মাটিতে এটাই কোনও ভারতীয় পেসারের করা সেরা বোলিং। এর আগে ১৯৩৪ সালে চেন্নাইয়ে এল অমর সিংহ ১৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে কোনও ভারতীয় বোলারের সেরা ফিগার। সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরা।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (Team India)। সিরিজ এখন ১-১। বাকি তিন টেস্টের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ফয়সালা। তবে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়েও আত্মতুষ্ট হতে নারাজ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, বাকি তিন ম্যাচেও অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁদের।
বিশাখাপত্তনমে টেস্ট ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, 'দারুণ টেস্ট ম্যাচ হল। দুটি ম্যাচই খুব ভাল হয়েছে। ঘুরে দাঁড়িয়ে ভাল লাগছে। আমাদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। কয়েকটা ব্যক্তিগত পারফরম্যান্স আমাদের প্রথম দুদিন ভাল জায়গায় রেখেছিল। যশস্বীর ২০৯ রানের ইনিংস ও বুমরার স্পেল ম্যাচের প্রথম দুদিন আমাদের এগিয়ে রেখেছিল। আমরা ১৪০ রানের লিড নিয়েছিলাম। তারপরের তিনদিনও আমাদের ভাল খেলতে হয়েছে ম্যাচ জেতার জন্য। এই ফলাফলে সন্তুষ্ট। যেভাবে সিরিজে পিছিয়ে পড়েছিলাম এবং কয়েকজন ক্রিকেটারকে না পাওয়ার পরেও এই ম্যাচে জিতে সমতা ফিরিয়েছি, তাতে খুশি। তবে বাকি তিন ম্যাচেও কঠিন লড়াই হবে। ভীষণ চ্যালেঞ্জিং এই সিরিজ।'
আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।