ENG vs IND: বার্মিংহামে বৃষ্টির পূর্বাভাস, ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে কোন কোন দিন ম্যাচে বিঘ্ন ঘটতে পারে?
England vs India 2nd Test: ২ জুলাই থেকে এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে।

বার্মিংহাম: সিরিজ়ের প্রথম টেস্টে পরাজয়। শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) বেশ চাপে ভারতীয় দল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে পুরোদমে ঝাঁপাতে প্রস্তুত টিম ইন্ডিয়া। এই টেস্টের আগে স্বাভাবিকভাবেই তাই পিচ ও পরিবেশ কেমন হবে সেইদিকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে। আপাতত আবহাওয়ার পূর্বাভাস কি টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক না নেতিবাচক?
২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। বিলেতের মাটিতে আপাতত পরিবেশ বেশ ভাল। তবে একটা বিষয় নিশ্চিত ইংল্যান্ডে পরিবেশ বদলাতে খুব একটা সময় লাগে না। লিডসেও বৃষ্টির জেরে একাধিকবার ম্যাচে বিঘ্ন ঘটে। বার্মিংহামেও কিন্তু এমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল।
AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, টেস্টের প্রথম চার দিনে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই। তবে হ্যাঁ, আকাশ এই চারদিনের প্রতিদিনই বেশ মেঘলা থাকবে যার ফলে ফাস্ট বোলাররা বল স্যুইং করাতে বেশ মদত পাবেন। ম্যাচের প্রথম দিন তাপমাত্রা ১২ থেকে ২৪ ডিগ্রির আশেপাশে থাকার কথা। দ্বিতীয় দিনও পরিবেশ ও তাপমাত্রা হুবহু একইরকম থাকার পূর্বাভাস। তৃতীয় দিনে মেঘলা আকাশের মাঝে মাঝে সূর্যের দেখা মিলতে পারে। চতুর্থ দিনেও প্রথম দুই দিনের মতোই তাপমাত্রা থাকবে। তবে ম্য়াচের পঞ্চম দিন তাপমাত্রা এক থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। পূর্বাভাস অনুযায়ী একাধিকবার বৃষ্টির জেরে খেলা থামাতে হতে পারে।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের একাদশ কেমন হবে সেই নিয়েও জোর আলোচনা চলছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত (Deep Dasgupta) কিন্তু প্রথম টেস্টের একাদশ থেকে দ্বিতীয় টেস্টে দুই বদল দেখতে চাইছেন। দীপের মতে করুণ নায়ারকে তিন নম্বরে খেলানো উচিত। সেক্ষেত্রে সাই সুদর্শনকে দল থেকে বাদ দিতে হবে। তিনি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'স্বাভাবিকভাবে প্রথম টেস্টের পরেই খুব বেশি বদল ঘটাতে চায় না কেউই, তবে এটা একটা তরুণ দল, সেই কথাটাও মাথায় রাখতে হবে। অধিনায়ক নতুন, দলটাতেও অনেকে নতুন। তাই সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটা জরুরি। করুণ নায়ার তিন নম্বরে ব্যাট করেই বেশি রান করেছেন এবং ভারতীয় এ দলের হয়েও তিনেই ব্যাট করেছিলেন। তাই ওকে তিন নম্বরেই ব্যাট করানোর চেষ্টা করা উচিত।'
এর পাশাপাশি ভারতীয় প্রাক্তনীর মতে যেহেতু বার্মিংহামের এজবাস্টনে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়, তাই সেক্ষেত্রে আট নম্বরে কুলদীপ যাদবকে খেলানোটা লাভদায়ক হতে পারে। তিনি টিম ইন্ডিয়ার গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন বলে মত দীপের।




















