IND vs ENG: লর্ডসে ভারতের হারে হতাশ সৌরভ, জাডেজাকে দরাজ সার্টিফিকেট দিয়েও কী বললেন মহারাজ?
Sourav Ganguly On IND vs ENG: যেভাবে জাডেজা, বুমরা, সিরাজরা লড়াই করেছিলেন, তার পরও এই হার কিছুটা হতাশ করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সেই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও।

লর্ডস: ১৯৩ রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে যেভাবে ল্যাজেগোবরে হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। মাত্র ২২ রানে হারতে হয়েছে। তার থেকেও বড় কথা টপ অর্ডারের ব্যর্থতার পর যেভাবে জাডেজা, বুমরা, সিরাজরা লড়াই করেছিলেন, তার পরও এই হার কিছুটা হতাশ করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সেই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। লর্ডসে সুবর্ণ জয়ের সুযোগ হাতছাড়া করার জন্য হতাশ হয়েছেন মহারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে লর্ডসে হারের প্রসঙ্গে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ''এটা সত্যিই আমাদের জন্য বিশাল হতাশার। যেভাবে গোটা ম্য়াচে ভারতীয় দল ব্যাটিং করেছে, তাতে ১৯০+ রান তাড়া করে ম্য়াচটা জেতা উচিৎ ছিল তাঁদের। জাডেজা যেভাবে ব্যাটিং করছে, তার থেকেই বোঝা যাচ্ছে যে ভারতীয় দলের ব্যাটিং গভীরতা কতটা। আমার মনে হয় তাঁরা সবাই আমার থেকেও বেশি হতাশ হবে। সেক্ষেত্রে সিরিজ ২-১ করার সুযোগ ছিল সহজেই।''
বশিরের বল যেভাবে ডিফেন্স করতে গিয়ে বোল্ড আউট হলেন মহম্মদ সিরাজ। তাতে অবশ্য অবাক হচ্ছে না সৌরভ। তিনি বলছেন, ''আমি ওই আউটে অবাক হইনি একটুও। ক্রিকেটে এমনটা অনেকবার হয়। ব্যাটে বল লাগার পর স্টাম্প ভেঙে দেওয়া এমনটা আগেও হয়েছে। এটাই প্রথম নয়, এটাই শেষও নয়। আগামীতেও এমনটা দেখা যাবে। ভারতীয় দলের শুধু দুটো শক্তিশালী পার্টনারশিপ প্রয়োজন ছিল। কিন্তু সেখানেই পারেনি ভারতীয় ব্য়াটিং লাইন আপ।''




















