Indian Cricket Team: গম্ভীরের পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ভিভি এস লক্ষ্মণ?
VVS Laxman: তাঁর কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। এর আগেও আপদকালিন পরিস্থিতিতে হেডকোচের অনুপস্থিতিতে লক্ষ্মণ দায়িত্ব সামলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে ভিভি এস লক্ষ্মণকে? সূত্রের খবর, গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে লক্ষ্মণকে। মায়ের শরীর খারাপের জন্য ইংল্যান্ড থেকে দ্রুত দেশে ফিরেছেন গম্ভীর। ভারতীয় দল এই মুহূর্তে গম্ভীরের অনুপস্থিতিতেই অনুশীলন সারছে ইংল্যান্ডে। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ২ দেশের পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ।
এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। এর আগেও আপদকালিন পরিস্থিতিতে হেডকোচের অনুপস্থিতিতে লক্ষ্মণ দায়িত্ব সামলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের। গৌতম গম্ভীর দলের সঙ্গে যোগ না দেওয়া পর্যন্ত লক্ষ্মণই দায়িত্ব সামলাবেন। লক্ষ্মণ ভারতীয় A ও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন।
উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজ দিয়েই ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলি আচমকা টেস্ট থেকে সরে দাঁড়ানোয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে শুভমন গিলকে দেখা যাবে আসন্ন ইংল্যান্ড সফরে। প্রথমে জসপ্রীত বুমরাকে অধিনায়ক করা হবে ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শুভমনকেই অদিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। ঋষভ পন্থ সহ অধিনায়ক হয়েছেন। এছাড়া দলে সাই সুদর্শন, অর্শদীপ সিংহ, অভিমন্য়ু ঈশ্বরণকে নেওয়া হয়েছে দলে। এছাড়া আট বছর পর টেস্ট ফর্ম্য়াটে জাতীয় দলে প্রত্যার্তন করেছেন করুণ নায়ার।
এদিকে, ভারতীয় দলের মূল স্কোয়াডে সুযোগ পাননি ইংল্যান্ড সফরে। কিন্তু ভারতীয় এ দলের জার্সিতে দুরন্ত শতরান হাঁকালেন ইংল্যান্ডের মাটিতে সরফরাজ খান। সরফরাজ ইংল্যান্ডে খেলতে আসা ভারতীয় 'এ' দলের অঙ্গ ছিলেন। তবে ১৮ জনের মূল দলে তিনি সুযোগ পাননি। তাতে কী! বিলেতের মাটিতে আগ্রাসী ব্যাটার কিন্তু বেশ নজর কাড়ছেন। প্রথম 'এ' দলের হয়ে আনঅফিসিয়াল প্রথম টেস্টে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। এবার 'এ' দলের হয়ে আন্তঃদলীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এল ৭৬ বলে ১০১ রানের দুরন্ত ইনিংস। ২৭ বছর বয়সি ব্যাটার নির্বাচকপ্রধান অজিত আগরকর ও এনসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতেই দারুণ একটা ইনিংস খেললেন।
অপরাজিত থেকেই রিটায়ার্ড আউট হন সরফরাজ। অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও কোনও ম্য়াচ খেলতে পারেননি সরফরাজ। তবে আসন্ন ইংল্যান্ড সফরের আগে তিনি বেশ জোরকদমে প্রস্তুতি সারছিলেন বলেই শোনা যায়। সরফরাজ ১০ কেজি ওজন কমান, ইংল্যান্ডের পরিস্থিতিতে স্যুইং সামলানোর জন্যও চলছিল প্রস্তুতি। তবে মূল দলে জায়গাই হয়নি তাঁর।
















