Shubhman Gill: অফফর্ম, না কি অন্য কিছু! টি টোয়েন্টি বিশ্বকাপের দলে গিলের না থাকার কারণ কী বললেন ভাজ্জি?
Shubhman Gill: তাঁর নেতৃত্বেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবেন গিল।

মুম্বই: ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার সামনে কিউয়ি চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে খেলতে দেখা যাবে শুভমন গিলকে (Shubhman Gill)। তাঁর নেতৃত্বেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবেন গিল।
কিন্তু এরই মাঝে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে গিলকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। মাস দুয়েক আগেই টি টোয়েন্টি ফর্ম্যাটে হওয়া এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন গিল। কিন্তু একেবারেই ব্যাট হাতে এই ফর্ম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গিল। গত ১৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৯১ রান। নেই কোনও অর্ধশতরানের ইনিংসও। যার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। এতে অবশ্য কোনও চিন্তার কারণ দেখছেন না হরভজন সিংহ।
জাতীয় দলের বিশ্বজয়ী প্রাক্তন স্পিনার বলছেন, "আমার শুধু মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে শুভমনের না থাকাটা পুরোটাই কম্বিনেশনের জন্য। ও দারুণভাবেই কামব্যাক করবে। সেই যোগ্যতা ওর মধ্যে রয়েছে। তার জন্যই ওয়ান ও টেস্ট ফর্ম্যাটে গিল ক্যাপ্টেন দেশের। আমি নিশ্চিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে গিল রান পাবে আর ভারতও সিরিজ জিতবে।"
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, তা একদম সঠিক বলেই মনে করেন টার্বুনেটর। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে এই বিষয়ে ফুল মার্কস দিতেও রাজি হরভজন। তিনি বলছেন, "এটা ঠিক শুভমনের জন্য খারাও লাগছে৷ কিন্তু আমি মনে করি বিশ্বকাপের দল দারুণ হয়েছে। অজিত আগরকরকে ১০ এ ১০ দেব আমি। দলের প্রত্যেক প্লেয়ার নিজেদের নিজেদের জায়গায় ম্যাচ উইনার। আর গিল আগামীতে এই ফর্ম্যাটে প্রচুর সুযোগ পাবে, এটা আমি হলফ করে বলতে পারি।"
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। এরপর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে। সেটিই হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শেষ টি টোয়েন্টি সিরিজ ও তার প্রস্তুতি।




















