Gambhir on Rahul: রান না পেয়ে প্রবল সমালোচনার মুখে রাহুল, পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর
KL Rahul: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের তিন ইনিংসে কেএল রাহুলের মোট সংগ্রহ মাত্র ৩৮ রান।
নয়াদিল্লি: চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া (Team India)। অজিদের এই সিরিজ জয়ের আর কোনও আশা নেই। প্যাট কামিন্সরা শেষ দুই ম্যাচ জিতলেও বড়জোর সিরিজ ড্র করতে পারেন অজিরা। গতবার বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছিল ভারত। তাই এই সিরিজ ড্র হলেও ভারতের দখলেই থাকবে ট্রফিটি। তবে এর মাঝেও ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম।
রাহুলের পাশে গম্ভীর
দুই ম্যাচে তিন ইনিংসে রাহুলের মোট সংগ্রহ মাত্র ৩৮ রান। অনেকেই দাবি করছেন রাহুলের বদলে ফর্মে থাকা শুভমন গিলকে সুযোগ দেওয়ার এবার সময় এসেছে। তবে এই পরিস্থিতিতেও রাহুল পাশেই দাঁড়াচ্ছেন তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautram Gambhir)। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে রাহুলের সমালোচকদের বেশিরভাগই জানেন না আন্তর্জাতিক ক্রিকেট থেকে কতটা কঠিন। তিনি বলেন, 'যারা কেএল রাহুলকে সমালোচনায় বিদ্ধ করছেন, তারা জানেন না আন্তর্জাতিক ক্রিকেট ঠিক কতটা কঠিন। ভাল ফর্মে থাকলে তো সবাই সঙ্গে থাকেন, তবে একজন খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলে তার পাশে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খারাপ সময় তো সবারই যায়, কেউই তো সবসময় রান করতে পারে না। তবে সবসময় প্রতিভার পাশেই দাঁড়ানো উচিত।'
রোহিতের সঙ্গে তুলনা
রোহিত শর্মার উদাহরণ টেনে এনে গৌতম গম্ভীর বলেন, 'রোহিত শর্মাও কেরিয়ারের শুরুতে (ব্যর্থ হয়েছেন), আর এখন ওকে দেখুন। সিরিজের মাঝপথে এইসব নিয়ে এত কথা বলা একেবারেই উচিত নয়। ভারত সিরিজে ২-০ এগিয়ে রয়েছে। সাজঘরে প্রত্যক খেলোয়াড় জানেন তারা কেমন কী ফর্মে রয়েছেন। মিডিয়া বা প্রাক্তনীরদের কোনও খেলায়ড়কে ফর্ম নিয়ে কিছু বলা উচিত নয়। প্রত্যেক খেলোয়াড়ররাই নিজেদের পারফরম্যান্সের বিষয়ে অবগত। ওকে একা ছেড়ে দেওয়া হোক, কারণ আমরা সকলেই ওর প্রতিভা সম্পর্কে অবগত।'
সিএবি কর্তাদের ধুন্ধুমার
রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে একপেশেভাবে হেরেছে বাংলা। সৌরাষ্ট্রের কাছে নিজেদের ঘরের মাঠে ৯ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মনোজ তিওয়ারিদের। লজ্জার যে পরাজয়ের পর বঙ্গ ক্রিকেটে শ্মশানের নিস্তব্ধতা থাকার কথা। এমনকী, কোচ ও অধিনায়কের সঙ্গে পারফরম্যান্স কাটাছেঁড়া শুরু করে দেওয়ার কথা বাংলার ক্রিকেট প্রশাসকদের। কোথায় কী! সিএবি কর্তারা নিজেদের মধ্যে মনোমালিন্যে ব্যস্ত। এমনই সেই দ্বন্দ্বের আঁচ যে, ময়দান রীতিমতো সরগরম। ঝামেলা মেটাতে আসরে নামতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)।
লড়াইয়ের একদিকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অন্যদিকে অভিষেক ডালমিয়া। স্নেহাশিস বর্তমান সিএবি প্রেসিডেন্ট। অভিষেক প্রাক্তন। অভিষেকের স্থলাভিষিক্ত হয়েছেন স্নেহাশিস। দুজনের আরও একটি পরিচয় হল, স্নেহাশিস জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। আর অভিষেক প্রবাদপ্রতিম ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার পুত্র।
আরও পড়ুন: 'চাই না কেউ আমায় কাঁদতে দেখুক', ম্যাচ শেষে সানগ্লাস পরেই প্রশ্নোত্তর পর্ব সারলেন হরমনপ্রীত