MS Dhoni Birthday: 'দেশের সেরা অধিনায়ক', ঠান্ডা লড়াইয়ের জল্পনা মিথ্যে করে ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা গম্ভীরের
Gambhir Wish Dhoni: সাক্ষীর সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। এবার আরও এক বিশেষ ব্যক্তির থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেলেন এমএসডি।
নয়াদিল্লি: আরও একটা বসন্ত পেরলেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ৪৩ পেরিয়ে ৪৪ বছরে পা দিলেন। দেশের ক্রিকেট মহল তো অবশ্য়ই অন্যান্য মহল থেকেও জন্মদিনের জন্য এমএসডিকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। সলমন খানের মত বলিউডের সুপারস্টার কেক নিয়ে এসেছিলেন ধোনির জন্য। সাক্ষীর সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। এবার আরও এক বিশেষ ব্যক্তির থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেলেন এমএসডি। তিনি হলেন গৌতম গম্ভীর।
গম্ভীর-বিরাট সম্পর্কের যে মুখরোচক ধারণা ছিল সবার, তা মোটামুটি কেটে গিয়েছে সবার গত আইপিএলে। খেলােয়াড় জীবনে বারবার ঝামেলায় জড়ানো, লখনউয়ের মেন্টর হিসেবে কাজ করার সময়ও গম্ভীর বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। কিন্তু গত আইপিএলে দু জনকে বারবার হাসিমুখি মেজাজে দেখা গিয়েছে। গম্ভীরের সঙ্গে ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার খবর হয়েছে তা হল মহেন্দ্র সিংহ ধোনি। সেখানেও কি এবার বরফ গলেছে? গম্ভীরের এক সাক্ষাৎকারে তাঁর বলা কথা তেমনই জানান দিচ্ছে। স্টার স্পোর্টসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে গম্ভীরকে বলতে শোনা যাচ্ছে, "অনেক অধিনায়ক এসেছে ও গিয়েছে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডের সঙ্গে তুলনা করা যায় না। কেউ ওঁকে ছুঁতে পারবে বলেও মনে হয় না। তুমি টেস্টে বিশ্বের ১ নম্বর হতে পার, তুমি বিদেশে ম্য়াচ জিততে পার। কিন্তু দুটো বিশ্বকাপ জেতা অধিনায়ক হিসেবে ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার থেকে বড় সাফল্য কিছু হতে পারে না।''
ধোনিকে জন্মদিনের শুভেচছা জানিয়ে গম্ভীর আরও বলেন, ''আমি প্রত্যেকটা মুহূর্তে সঙ্গী ছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ওয়ান ডে বিশ্বকাপ জয় হোক বা অস্ট্রেলিয়ায় সিবি সিরিজ জয় হোক। নিউজিল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করা। এশিয়া কাপ জয়, সবেতেই আমি দলের সঙ্গে ছিলাম। যে কোনও একটা সিরিজ তো বলা সম্ভব নয়। অনেক আছে। আমার মতে দেশের সেরা অধিনায়ক ধোনি।''
এখনও পর্যন্ত বোর্ডের তরফে কিছু অফিশিয়ালি না জানানো হলেও যা সম্ভাবনা তাতে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী হেডকোচ হতে চলেছেন গম্ভীরই। সেক্ষেত্রে আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব সামলাবেন তিনি জাতীয় দলের কোচ হিসেবে।