Gautam Gambhir: ভারতকে কোচিং করানোর চেয়ে গর্বের কিছু হয় না, ছুটি কাটানোর ফাঁকে বার্তা গম্ভীরের
Indian Team Coach: ২৬ মে ছিল আইপিএলের ফাইনাল। আর ২৭ মে ছিল ভারতীয় দলের কোচ হিসাবে আবেদন জমা দেওয়ার শেষ দিন। গম্ভীর কি আবেদন করেছেন?
আবু ধাবি: গৌতম গম্ভীর (Gautam Gambhir) কি ম্যাজিক জানেন?
আইপিএল (IPL 2024) শেষ হওয়ার পর অনেক ক্রিকেটপ্রেমীই জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। করবেন নাই বা কেন? যে দল টানা ৯ বছর আইপিএল খেতাব পায়নি, ছন্নছাড়া দেখিয়েছে ড্রেসিংরুম, এবারও আইপিএল শুরুর আগেই যে দলে নানারকম বিতর্ক, কখনও শ্রেয়স আইয়ারের চোট নিয়ে, তো কখনও বোর্ডের চুক্তি থেকে তাঁর বাদ পজ়া নিয়ে, সেই দলকেই এক সূত্রে গেঁথেছেন গম্ভীর। এবং মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আইপিএল খেতাব দিয়েছেন।
তারপর থেকে জোর জল্পনা, এবার ভারতীয় দলের (Team India) কোচ হিসাবে দেখা যেতে পারে গৌতিকে। রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন নাকি তিনি। ২৬ মে ছিল আইপিএলের ফাইনাল। আর ২৭ মে ছিল ভারতীয় দলের কোচ হিসাবে আবেদন জমা দেওয়ার শেষ দিন। গম্ভীর কি আবেদন করেছেন? এ নিয়ে গম্ভীর নিজে হোক বা ভারতীয় ক্রিকেট বোর্ড, সকলের মুখেই কুলুপ। আইপিএল শেষ হওয়ার পর গম্ভীর আপাতত ছুটি কাটাচ্ছেন আবু ধাবিতে। স্ত্রী নাতাশা ও সন্তানদের নিয়ে। তারই ফাঁকে ভারতীয় কোচ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন গম্ভীর।
View this post on Instagram
রবিবার দুবাইয়ের এক অনুষ্ঠানে ভারতের জার্সিতে জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেছেন, 'ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল তো লাগবেই।' এরপরই তিনি যাবতীয় জল্পনা উস্কে যোগ করেন, 'জাতীয় দলের কোচ হওয়ার চেয়ে বড় গর্বের কিছু হয় না। কোচ হলে ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করা যায়।'
কেকেআরের সাফল্যের মন্ত্রও জানিয়েছেন গম্ভীর। বলেছেন, 'নিরাপদ ড্রেসিংরুম মানেই খুশি ড্রেসিংরুম। আর ড্রেসিংরুমে আনন্দ থাকলে তারাই জয়ী হয়। কেকেআরে এই মন্ত্রই মেনে চলেছি। ঈশ্বরের কৃপায় সেটা কাজও করেছে।'
আরও পড়ুন: দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেই বিয়ে সারলেন কেকেআর তারকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।