(Source: ECI/ABP News/ABP Majha)
Gautam Gambhir: সরকারি ঘোষণা আগেই হয়েছে, রবিবারেই প্রথম সাংবাদিক সম্মেলন করবেন কোচ গম্ভীর
Indian Team Coach: শ্রীলঙ্কা সফরের মাধ্যমেই ভারতীয় কোচ হিসাবে নিজের সফর শুরু করবেন গৌতম গম্ভীর।
নয়াদিল্লি: সরকারিভাবে ভারতীয় কোচ হিসাবে বেশ কয়েকদিন আগেই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করা হয়েছে। মাসশেষে শ্রীলঙ্কা সফরের (IND vs SL) মাধ্যমেই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে নিজের সফর শুরু করবেন গৌতম গম্ভীর। তাঁর আগে সপ্তাহান্তে ভারতীয় কোচ হিসাবে সকলের সামনে প্রথমবার আসবেন গৌতি।
২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ়ে মাঠে নামার কথা ভারতীয় দলের। তার আগে সপ্তাহের শুরুতেই টিম ইন্ডিয়া দ্বীপরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দেবে বলে শোনা যাচ্ছে। খবর অনুযায়ী, শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে রবিবার, ২১ জুলাই এক সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে প্রথমবার ভারতীয় কোচ হিসাবে সকলের সামনে আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্তত রিপোর্ট এমনটাই বলছে। তারপরের দিন অর্থাৎ ২২ জুলাই, সোমবার ভারতীয় দল মুম্বই থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। ওইদিনই আরও একটি সাংবাদিক সম্মেলনও হবে বলে খবর।
প্রসঙ্গত, গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসাবে ঘোষণা করা হলেও, তাঁর সাপোর্ট স্টাফ করা হবেন, সেই বিষয়ে কিন্তু বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে অন্তত কিছুই জানানো হয়নি। তবে যা খবর, তাতে শীঘ্রই এই ধোঁয়াশা কাটতে চলেছে। গম্ভীর কোচ হওয়ার জন্য যেসব প্রস্তাবগুলি বোর্ডের সামনে রেখেছিলন, তার মধ্যে নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করার স্বাধীনতা অন্যতম ছিল বলেই খবর। সেইমতোই তাঁর পছন্দের অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে ভারতীয় দলের সাপোর্ট স্টাফের অংশ হতে পারেন।
নায়ার এবং দুশখাতে, উভয়ের সঙ্গেই গম্ভীর কাজ করেছেন। কেকেআরের আইপিএল খেতাবজয়ী সাপোর্ট স্টাফের অঙ্গ ছিলেন দুইজনেই। বহুদিন ধরেই সাপোর্ট স্টাফ হিসাবে এই দুইজনের দলে যোগ দেওয়ার নাম শোনা যাচ্ছিল। যদিও বা এই বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে শ্রীলঙ্কা সফরে কিন্তু এই দুইজন ভারতীয় দলে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা। এই দুইজনের সঙ্গে রাহুল দ্রাবিড় জমানায় ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা টি দিলীপও থাকছেন। তিনি ফিল্ডিং কোচের পদেই অব্যাহত থাকবেন বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে কাকে কৃতজ্ঞতা জানালেন সূর্যকুমার যাদব?