Glenn Maxwell Record: ক্র্যাম্প, অসহ্য গরম সহ্য করেই চলল ইতিহাস তৈরি কাজ, অবিশ্বাস্য ইনিংসে দলকে জেতালেন ম্যাক্সওয়েল
Glenn Maxwell: ১২৮ বলে ২০১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।
মুম্বই: পায়ে ক্র্যাম্প , অসহ্য গরম। ঠিকভাবে ক্রিজে দাঁড়াতেই পারছিলেন না। একাধিকবার ফিজিও ছুটে আসেন মাঠে। তবে তা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে (AUS vs AFG) ওয়াংখেড়েতে বিশ্বকাপের মঞ্চে (ODI World Cup 2023) ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংসগুলির মধ্যে একটি খেললেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কার্যত হেরে যাওয়া এক ম্যাচকে একা হাতেই অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাও আবার এক পায়ে ভর দিয়েই। ৯১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার ২০১ অপরাজিত রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করতে নেমে এটি কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। ফখর জামানের ১৯৩ রানের রেকর্ড ভাঙলেন ম্যাক্সওয়েল। এর সুবাদেই অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে ছয়ে ছয় করে ফেলল। কিছু কিছু ইনিংস, ম্যাচ ব্যাখা করতে ভাষার অভাব হয়। ম্যাক্সওয়েলের এই ইনিংস ঠিক তেমনই। অবর্ণনীয়, অবিশ্বসাস্য, অবিস্মরণীয় মতান্তরে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসের সাক্ষী হয়ে থাকলেন ওয়াংখেড়েতে উপস্থিত দর্শকরা।
অনেক সময়ই পরিসংখ্যান সঠিক বিবরণ দেওয়ার জন্য যথেষ্ট হয় না। তবে ম্যাক্সওয়েলের এই ইনিংসের গুরুত্ব ঠিক কতটা, সেটা এক পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। ৯১ রানে সাত উইকেটে হারিয়ে ফেলার পর একটা সময় অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল এক শতাংশ। সেখান থেকে এক পায়ে ম্যাক্সওয়েল দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। ক্রিকেটমহলে 'বিগ শো' নামে বেশ সুখ্যাতি রয়েছে তাঁর। অজ়ি তারকার এই ইনিংসটা তাঁর নামের প্রতি সম্পূর্ণরূপে সুবিচার করে।
ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংসে এদিন একগুচ্ছ রেকর্ড ভাঙেন। প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে ম্যাক্সওয়েল ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকালেন। বিশ্বকাপের ইতিহাসে এটা অস্ট্রেলিয়ান সর্বোচ্চ স্কোর তো বটেই, বিশ্বকাপের দ্রুততম দ্বিশতরানও বটে। ১২৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল। ম্য়াক্সওয়েসই প্রথম ব্যাটার যিনি ওপেন না করেও দ্বিশতরান হাঁকালেন। ওয়ান ডে ইতিহাসে পাঁচ বা তার নীচে কোনও ব্যাটারের এটি সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় শতরান। মেগা টুর্নামেন্টে পাঁচ বা তার নীচে নেমে আর কোনও ব্যাটারের এতগুলি শতরান করার কৃতিত্ব নেই।
ম্যাক্সওয়েল এবং প্যাট কামিন্স মিলে অষ্টম উইকেটে এদিন মোট ২০২ রান যোগ করেন, যা সর্বকালের সর্বোচ্চ। ম্যাক্সওয়েলের ইনিংস যে তাঁকে অমরত্বের দিকে এগিয়ে দিল, দিনের শেষে একথা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সচিনের আরও একাধিক রেকর্ড ভাঙতে পারেন কোহলি