Hardik Pandya: মোদির বায়োপিকে অভিনয় করেছেন, সেই মাহিকাই হার্দিকের নতুন প্রেমিকা? কৌতূহল নিরসন হল ভক্তদের
Hardik Pandya Mahieka Sharma Love Story: মাহিকা শর্মার জন্ম দিল্লিতে। তাঁর বয়স মাত্র ২৪ বছর। মাহিকা একজন অভিনেত্রী, মডেল এবং ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটর।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) যখন থেকে তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা থেকে আলাদা হয়েছেন, তখন থেকেই তাঁর নতুন প্রেমিকা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা চলছে। হার্দিককে যখনই কোনও মেয়ের সঙ্গে দেখা যায়, তাঁর প্রেম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এবারও হার্দিক পাণ্ড্যকে এক নতুন মহিলার সঙ্গে দেখা গিয়েছে। তিনি বিমানবন্দরে একজনের সঙ্গে দেখা করেন, আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। ভক্তরা এই মেয়েটিকে হার্দিকের নতুন প্রেমিকা কি না তা নিয়ে আলোচনা শুরু করেছিলেন।
শুক্রবার রাতের দিকে সব রহস্য উন্মোচন করেন হার্দিক। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সঙ্গীর সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি পোস্ট করেন। বুঝিয়ে দেন, নতুন বান্ধবীর সঙ্গেই তিনি সময় কাটাচ্ছেন। দুজন কোথাও ঘুরতে গিয়েছে বলেও ছবি থেকে মনে হয়েছে সকলের। সম্পর্কে কার্যত সিলমোহর দেন হার্দিক।
সকালের দিকে বিমানবন্দরের যে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, সেখানে হার্দিক পাণ্ড্যর সঙ্গে যে তরুণীকে দেখা গিয়েছিল, তাঁর নাম মাহিকা শর্মা। মাহিকা একজন অভিনেত্রী এবং ফিটনেস মডেল। ভক্তরা মাহিকা সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছেন। কে এই মাহিকা? কী করেন তিনি?
কে এই মাহিকা শর্মা?
মাহিকা শর্মার জন্ম দিল্লিতে। তাঁর বয়স মাত্র ২৪ বছর। মাহিকা একজন অভিনেত্রী, মডেল এবং ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটর। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। মাহিকা দিল্লিতেই পড়াশোনা করেছেন। তিনি অর্থনীতি এবং ফিনান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তাঁর শক্তিশালী ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের কারণে মাহিকা বিনোদন জগতে বিশেষ পরিচিতি তৈরি করছেন।
উপার্জনেও পিছিয়ে নেই
মাহিকা শর্মা বিখ্যাত র্যাপার রাগার মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়াও মাহিকা অস্কারজয়ী ডকুমেন্টারি Into the Dusk-এও কাজ করেছেন। মাহিকা বিবেক ওবেরয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে কাজ করেছেন। এখান থেকেই তিনি তারকা হওয়ার দিকে পা বাড়ান। মডেলিং এবং ফিটনেস মডেল হিসাবে মাহিকা প্রচুর অর্থ উপার্জন করেন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, মাহিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩.২০ কোটি টাকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে নিজের ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন ভারতের অলরাউন্ডার। দুজনে একে অপরের হাত জড়িয়ে ধরে ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছেন হার্দিক ও মাহিকাকে।




















