Hardik Pandya: মাঠে ফেরার লড়াই, জিমে কড়া কসরত হার্দিকের, আপলোড করলেন ভিডিও
Indian Cricket Team: ৫০ ওভারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য।
নয়াদিল্লি: নভেম্বর মাসে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের জেরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় তো বটেই, দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতের (Indian Cricket Team) হয়ে মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এরই মাঝে নিজের মাঠে ফেরার লড়াইয়ের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পাণ্ড্য।
গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই হার্দিক পাণ্ড্য ফের কবে মাঠে ফিরবেন, সেই নিয়ে জল্পনা চলছে। ভারতের সীমিত ওভারের দলের অবিচ্ছেদ্য অঙ্গ হার্দিক। এই বছরে জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপে ভারতীয় দলের জন্য অলরাউন্ডার হার্দিকের উপস্থিতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন হয়না। হার্দিক কিন্তু মাঠে ফেরার লড়াই চালু করে দিয়েছেন। হার্দিক নিজের জিম সেশনের একটি ভিডিও শেয়ার করেন।
হার্দিকের শেয়ার করা ভিডিওতে তাঁকে জিমে ওয়ার্কআউট করে ঘাম ঝড়াতে তো দেখা যাইই, পাশাপাশি জিম সেশনের ফাঁকে ফাঁকে ভারতের তারকা ক্রিকেটারকে নিজের পুত্র অগস্ত্য এবং নিজের পোষ্যর সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়। পাণ্ড্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে তাঁর ক্যাপশনে লেখেন, 'প্রতিদিনই এগিয়ে চলেছি।' ঘণ্টা দু'য়েক আগে পোস্ট করা হার্দিকের এই ভিডিওটিতে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তিন লক্ষের অধিক মানুষ লাইক দিয়েছেন।
View this post on Instagram
তবে ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ়ে হার্দিকের ফেরার সম্ভাবনা প্রায় নেই। বিগত এক বছর ধরে রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ড্যও। হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন, সেই নিয়ে জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে এই সিরিজ়ের মাধ্যমেই অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা (Rohit Sharma) নিজের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে হারের পর নতমস্তক, আবেগঘন কোহলির নতুন ভিডিও ভাইরাল