Pakistan Cricket: ইংল্য়ান্ড, আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা পাক বোর্ডের, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না বাবররা?
Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে রউফের ফেরার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কাঁধের চোটের জন্য খেলতে পারেননি রউফ।
করাচি: পাকিস্তানের জাতীয় দলে ফিরলেন মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে রউফের ফেরার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কাঁধের চোটের জন্য খেলতে পারেননি রউফ। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ডানহাতি এই স্পিডস্টার দলে ফেরায় কিছুটা শক্তিশালী হবে পাকিস্তান বোলিং লাইন আপ। অন্যদিকে অবসর ভেঙে আমির ও ইমাদের দলের সঙ্গে যোগ দেওয়াও একটা ইতিবাচক দিক।
হাসান আলিও ফিরেছেন দলে। বাবর আজমের নেতৃত্বেই খেলতে নামবে পাকিস্তান শিবির। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে যেই দল খেলবে সেই দলটিই মোটামুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খেলতে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে আদৌ কি পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে? তার কারণ ১ মে ছিল দল ঘোষণার শেষ দিন। কিন্তু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হলেও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি পিসিব। সূত্রের খবর, দলের অনেক ক্রিকেটারের অফফর্ম ও চোট কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে পিসিবিকে। তাই প্লেয়ারদের পরখ করে নিতে চাইছে নির্বাচকমণ্ডলী। এই তালিকায় রউফ থেকে শুরু করে মহম্মদ রিজওয়ান ও আরও অনেকেই রয়েছেন।
আইসিসির তরফে জানানো হয়েছে যে যে কোনও দলই তাদের দল পরিবর্তন করতে পারবে আগামী ২৫ মে-র মধ্যে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সেই নির্দিষ্ট দিনের মধ্য়েই হয়ত নিজেদের চূড়ান্ত দলও ঘোষণা করে দেবে পিসিবি।
এদিকে, দীর্ঘদিন পরে পাক দলে ফেরা ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে ৬৬টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৩১.৭ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করার পাশাপাশি বল হাতে ৬.২৬ ইকোনমি রেটে ৬৫টি উইকেট নিয়েছেন। ১২ মাস আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আবার কিউয়িদের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। অপরদিকে, মহম্মদ আমিরের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ ছিল চার বছর আগে। ২০২০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন তিনি। ৫০ ম্যাচে তাঁর সংগ্রহে ৫৯টি উইকেট রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের জাতীয় দলে ফিরে আসা কোথাও না কোথাও বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাবরদের।
আরও পড়ুন: চার বছর পর ফিরলেন মহম্মদ আমির, পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটালেন ইমাদ ওয়াসিমও