Harmanpreet Kaur: রোহিতরাই প্রেরণা, টি-২০ বিশ্বকাপের আগে বলছেন হরমনপ্রীত কৌর
Womens T20 World Cup: গত জুনে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পুরুষদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। রোহিতদের সাফল্য উৎসাহ জোগাবে বলে মনে করেন হরমনপ্রীত।
![Harmanpreet Kaur: রোহিতরাই প্রেরণা, টি-২০ বিশ্বকাপের আগে বলছেন হরমনপ্রীত কৌর Harmanpreet Kaur said womens cricket team should get inspiration from Team India ahead of Womens T20 World Cup Harmanpreet Kaur: রোহিতরাই প্রেরণা, টি-২০ বিশ্বকাপের আগে বলছেন হরমনপ্রীত কৌর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/28/98948fbb3084f22d13f6ef2bc4e90a78172481471606750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দরজায় কড়া নাড়ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Womens T20 World Cup)। আর সেই টুর্নামেন্টে নামার আগে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) জানিয়ে দিলেন, ছেলেদের দলকে দেখে অনুপ্রেরণা নেওয়া উচিত মেয়েদের।
গত জুনে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পুরুষদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। অক্টোবরে মহিলাদের টি-২০ বিশ্বকাপে রোহিতদের সাফল্য উৎসাহ জোগাবে বলে মনে করেন হরমনপ্রীত। ঘটনা হচ্ছে, ১৭ বছর পর দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু মহিলাদের দল কখনওই টি-২০ বিশ্বকাপ জেতেনি। সেরা সাফল্য বলতে, ২০২০ সালে ফাইনালে পৌঁছনো।
নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে হরমনপ্রীত বলেছেন, 'পুরুষদের দলের সাফল্য দেখে আমরা খুব উৎসাহ পেয়েছি। যেভাবে ওরা এ বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিল। ওরা এই ট্রফিটার জন্য কঠিন পরিশ্রম করেছিল। কিছু কঠিন ম্যাচ জিতেছে। বড় ম্যাচে শরীরী ভাষা কীরকম হওয়া উচিত, সেটা ওরা দেখিয়েছে। বড় ম্যাচের মানসিকতা কীরকম হওয়া উচিত, সেটাও দেখিয়ে দিয়েছে। আমরাও সেই পথেই এগোচ্ছি। বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছি। দল দারুণ পরিশ্রম করছে। আমাদের লক্ষ্য হল দেশ ও ক্রিকেটপ্রেমীদের এ বছর আরও একবার উৎসব করার মতো মুহূর্ত উপহার দেওয়া।'
২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা দল। লর্ডসে মাত্র ৯ রানের ব্যবধানে হেরে গিয়েছিল ভারত। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়। তার ২ বছর পর কমনওয়েলথ গেমসের ফাইনালে ফের সেই ৯ রানে হার। গত বছর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৫ রানে পরাজয়। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার। বারবার বড় ম্যাচে হারতে হচ্ছে ভারতীয় মহিলা দলকে।
হরমনপ্রীত বলছেন, 'বিশ্বকাপ এমন একটা প্রতিযোগিতা যেখানে সব দল আলাদা আলাদা প্রস্তুতি নেয়। কোনও দলকেই হাল্কাভাবে নেওয়ার জায়গা নেই। সেরকমই কোনও দলকে ফেভারিট ভাবারও দরকার নেই। দ্বিপাক্ষিক সিরিজের চাপ আর বিশ্বকাপের চাপ সম্পূর্ণ অন্যরকম। আমরা প্রত্যাশার চাপ কীভাবে সামলাতে হয়, শিখছি। পরিশ্রম করছি। ইতিবাচক মানসিকতা নিয়ে নামব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)