Harry Singh: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে
ENG Vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হ্যারি ব্রুক মাঠ ছাড়লে ইংল্যান্ডের হয়ে পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠে প্রবেশ করে শিরোনাম কেড়ে নেন হ্যারি সিংহ।
![Harry Singh: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে Harry Singh son of RP singh Indian cricketer seen in England jersey during 1st test vs Sri Lanka Harry Singh: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/22/f1def0d807e9015f22f0f6933dccef2e1724341891422507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ম্যাঞ্চেস্টার: বর্তমানে ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড দল (ENG vs SL)। সেই ম্য়াচেই ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে দেখা গেল এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ। তাঁর নাম হ্যারি সিংহ (Harry Singh)। আক্ষরিক অর্থে তেমন চমকানোর কিছুই নেই। অতীতে তো মন্টি প্যানেসারের মতো ভারতীয় বংশোদ্ভূতরাও ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাহলে এতে আর নতুন কী আছে বলে মনে হতেই পারে।
অভিনবত্ব হ্যারি সিংহের বংশ পরিচয়ে। হ্যারি সিংহের বাবা ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। তাঁর বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আরপি সিংহ (RP Singh)। বাঁ-হাতি ফাস্ট বোলার আরপি সিংহ ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন ২০০৭ সালে। খেলেছেন টেস্ট ম্যাচও। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তর প্রদেশ তথা গুজরাতের প্রতিনিধিত্বও করেছেন। তবে হ্যারি সিংহের বাবা আরপি সিংহ আর বিশ্বজয়ী তারকা ফাস্ট বোলার আরপি সিংহ এক নন। ভারতের হয়ে ১৯৮০-র দশকে আরেকজন আরপি সিংহ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। দেশের হয়ে মাত্র দুইটি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচেই প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
Proud day for @lancscricket with Charlie Barnard, Kesh Fonseka and Harry Singh on 12th man duties for England. 🦁
— Lancashire Cricket (@lancscricket) August 21, 2024
Enjoy the experience, lads! 💪
🌹 #RedRoseTogether | #ENGvSL pic.twitter.com/T9SabVmgIN
তবে ঘরোয়া ক্রিকেটে আরপি সিংহ সিনিয়র ৫৯টি ম্যাচে ১৫০টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৪১৩ রানও করেছিলেন। একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর দখলে। অবসরের পর আরপি সিংহ ক্রিকেট কোচিং করানো শুরু করেন। তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং ল্যাঙ্কাশায়ার কাউন্টির হয়েও কোচিং করান। ৯০-র দশকে তিনি ইংল্যান্ডে স্থানান্তরিত হন। ২০০৪ সালে জন্ম হয় হ্যারির। সেই হ্যারিই ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতে নামেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।
হ্যারি এই বছরই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে নিজের অভিষেক ঘটান। তিনি ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে সাতটি ম্যাচই খেলেছিলেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের সদস্যও ছিলেন তিনি। তবে ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে হ্যারি ব্রুক মাঠ ছাড়লে তিনি পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠে প্রবেশ করে শিরোনাম কেড়ে নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির রোহিত, জয় শাহ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)