IND vs PAK: বিরাট, রোহিতরা কেউ নেই দলে, তবুও ২২ গজের মহারণে ফের পাকিস্তানকে হারাল ভারত
IND vs PAK Cricket: রান তাড়া করতে নেমে পাকিস্তান তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান করেন। যদিও হঠাৎ করেই বৃষ্টি নামে। যার জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

মংকক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের ক্রিকেটের মহারণে হারিয়ে দিল ভারতীয় দল। তবে কোনও আন্তর্জাতিক ক্রিকেটে নয়। হংকং সিক্সেসে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ সি-র গুরুত্ব২ রানে পূর্ণ ম্য়াচে দুটো দল আমনে সামনে হয়েছিল। ডি এল এস মেথডে ২ রানে জয় ছিনিয়ে নিল ভারত। তাদের পরবর্তী প্রতিপক্ষ আগামী ৮ নভেম্বর কুয়েতের বিরুদ্ধে।
দেশের জার্সিতে খেলা বা ঘরোয়া ক্রিকেটে খেলা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। দলে ছিলেন রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিনি, অভিমন্যু মিঠুন, দীনেশ কার্তিক, প্রিয়াঙ্ক পাঞ্চাল। ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ভারত। ৮৬ রান বোর্ডে তুলে নেয় তারা। টিম ইন্ডিয়া ৬ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করে। রবিন উথাপ্পা ও ভরত চিপলি একসঙ্গে ২.৩ ওভারে ৪২ রানের ওপেনিং জুটি গড়েন। এই জুটি ভেঙে দেন মহম্মদ শাহজাদ, তিনি উথাপ্পাকে আউট করেন। উথাপ্পা ১১ বলে ২৮ রান করেন দুটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে। উথাপ্পার পর, শাহজাদ স্টুয়ার্ট বিনিকে দ্রুত আউট করেন। দুটো বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে দীনেশ কার্তিক ৬ বলে ১৭ রান করেন।
রান তাড়া করতে নেমে পাকিস্তান তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান করেন। যদিও হঠাৎ করেই বৃষ্টি নামে। যার জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। সেখান থেকে ডি এল এস মেথডে ম্য়াচ জিতে যায় ভারত। রাউন্ড রবিন ফর্ম্য়াটে হওয়া এই টুর্নামেন্টে ১২টি দল চারটি দলে ভাগ হয়ে আছে।
রিচার জন্য রান্না করলেন তাঁর মা
দীর্ঘদিন পরে বাড়ি ফিরছে মেয়ে। তাও আবার বিশ্বজয়ী হিসাবে। ভোজনরসিক রিচাকে ভাল কিছু পদ রেঁধে খাওয়ানো হবে, এটাই তো স্বাভাবিক। তাই সকাল থেকেই মেয়ের জন্য রান্না বান্না করতে ব্যস্ত ছিলেন তাঁর মা। রিচার জন্য কী রান্না করা হচ্ছে? তাঁর মা জানান, 'মেয়ের পছন্দের সব জিনিসপত্রই রান্না হচ্ছে। ডাল, ভাত, শাকসব্জি, ভাজা, পনির এই সবই হচ্ছে। মেয়ে সব্জি, ভাত পছন্দ করে, ওটাই করছি তাই।' বাঘাযতীন পার্কে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। তাঁর বাড়ির একেবারে কাছেই এই পার্ক, দূরত্ব প্রায় ২০০ মিটার মতো। এই রাস্তাটা লাল গালিচা বিছানোর পরিকল্পনা রয়েছে পুরনিগমের। এই পার্কেই বিশ্বজয়ী ক্রিকেটারকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরনিগম। একই স্থানে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদও রিচাকে সম্মান জানাবে। তারপরে তাঁর বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যাওয়ার কথা রয়েছে।




















