ICC Awards: সেরা টেস্ট ক্রিকেটার হলেন স্টোকস, তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা হলেন কে?
Ben Stokes: গত বছরে ৩৬.২৫ গড়ে ৮৭০ রান, ২৬টি উইকেট নেওয়ার পাশাপাশি দুরন্ত অধিনায়কত্বে সবাইকেই প্রভাবিত করেছেন বেন স্টোকস।
![ICC Awards: সেরা টেস্ট ক্রিকেটার হলেন স্টোকস, তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা হলেন কে? ICC Awards: Ben Stokes wins best test cricketer find out who won best cricketer award ICC Awards: সেরা টেস্ট ক্রিকেটার হলেন স্টোকস, তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা হলেন কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/26/d0a5fe831cb40094509738772dc7b8431674730454804507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: ৩৬.২৫ গড়ে ৮৭০ রান, ২৬টি উইকেট নেওয়ার পাশাপাশি দুরন্ত অধিনায়কত্বে সবাইকেই প্রভাবিত করেছেন বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের জন্য টেস্টে এই বছরটা যেমন ভাল কেটেছে, তেমনই স্টোকসের জন্যও বছরটা অনেকটা স্বপ্নের মতোই কেটেছে। তারই সুফল পেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন তিনিই।
সেরা টেস্ট ক্রিকেটার
টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সকলকেই তাক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ড। 'ব্যাজ বল' ক্রিকেটের সাফল্যের জন্য স্টোকসের অবদানও অনস্বীকার্য। স্টোকসের অধীনেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ হারায় স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। স্টোকসের দায়িত্ব নেওয়ার আগেই ইংল্যান্ড ১৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। এটাই স্টোকসের অধীনে ইংল্যান্ডের উন্নতির পরিচয়বাহক। তবে সেরা টেস্ট ক্রিকেটার স্টোকস হলেও, বর্ষসেরা ক্রিকেটার হিসাবে স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতলেন বাবর আজম।
সেরা ক্রিকেটার
পাকিস্তান অধিনায়ক বাবর টানা দ্বিতীয়বার সেরা ওয়ান ডে ক্রিকেটারও নির্বাচিত হন। তিনি গত বছর ৪৪টি ইনিংসে ৫৪.১২ গড়ে মোট ২৫৯৮ রান করেছেন। তিনি গত বছরে সব ফর্ম্যাট মিলিয়ে মোট আটটি শতরান ও ১৭টি অর্ধশতরান করেন। তিনিই একমাত্র ক্রিকেটার যে তিন ফর্ম্যাট মিলিয়ে গত বছর দুই হাজার রানের গণ্ডি পার করেন। এক বছর মোট ২৫ টি ৫০ রানের অধিক ইনিংস খেলা বাবরের কেরিয়ারে সর্বকালের সেরা।
আইসিসি (ICC) বর্ষসেরা টি-টোয়েন্টি (T20) প্লেয়ার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত বছর ৩১টি ইনিংস খেলে মোট ১১৬৪ রান করেছেন সূর্যকুমার। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। গড় ৪৬.৫৬। ঝুলিতে ২টো সেঞ্চুরি রয়েছে। একইসঙ্গে ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সেপ্টেম্বর-অক্টোবরে টানা অর্ধশতরান হাঁকিয়েছিলেন সূর্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
৪৩টি টি-টোয়েন্টি ইনিংসে ১৫৭৮ রান করেছেন। ২০২১ সালে মার্চ মাসে অভিষেক হয়েছিল সূর্যকুমারের (Suryakumar Yadav) এই ফর্ম্যাটে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে মোট ৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন সূর্যকুমার। দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০০০ বা তার বেশি রান করেছেন। এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। গত বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্য।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১২ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। কিউয়িদের বিরুদ্ধে সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতরান। তিন ম্যাচের সিরিজে সর্বকালের সর্বাধিক মোট ৩৬০ রান করেন শুভমন। স্বাভাবিকভাবেই তাঁকেই সিরিজ সেরাও ঘোষণা করা হয়। তবে দুর্দান্ত সিরিজের শেষ ম্যাচ দুর্দান্ত শতরান হাঁকালেও গিলের দাবি তাঁর বাবা না কি তাঁর ইনিংসে একদমই খুশি হবেন না।
আরও পড়ুন: রাঁচিতে তারকা সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন ধোনি, হার্দিক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)