Hardik meets Dhoni: রাঁচিতে তারকা সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন ধোনি, হার্দিক
Team India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে ভারতীয় দল।
রাঁচি: নিউজিল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করে দুরন্তভাবে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুই দল একে অপরের মুখোমুখি হবে। ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ২৭ জানুয়ারি, শুক্রবার রাঁচিতে আয়োজিত হবে। রাঁচি মানেই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni শহর। ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছেও গিয়েছে ভারতীয় দল। আর শহরে পৌঁছেই ভারতীয় অধিনায়ক ছুটলেন প্রাক্তন অধিনায়কের সঙ্গে দেখা করতে।
কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) ভারতের অধিনায়কত্ব করার দায়ভার দেওয়া হয়েছে। হার্দিক আর মহেন্দ্র সিংহ ধোনির সম্পর্ক নিয়ে নতুন করে কিছুই বলার নেই। হার্দিক বরাবরই ধোনিকে নিজের গুরুর আসনে বসিয়েছেন। রাঁচিতে গিয়ে সেই গুরুর সঙ্গে দেখা করতেই ছুটে গেলেন হার্দিক। ভারতের তাককা অলরাউন্ডার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধোনির সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে হার্দিক লেখেন, 'শোলে ২ আসছে শীঘ্রই।'
Sholay 2 coming soon 😉 pic.twitter.com/WixkPuBHg0
— hardik pandya (@hardikpandya7) January 26, 2023
হার্দিক ও ধোনি উভয়েই বাইকপ্রেমী। এখানে দুইজনকেই বাইকে বসে থাকতে দেখা যায়। বিখ্যাত শোলে সিনেমায় ব্যবহৃত বাইকের মতোই এক বাইকে বসে রয়েছেন দুইজনে। সেই কারণেই হার্দিকের ক্যাপশনেও শোলের উল্লেখ দেখা গেল। এবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার্দিক এবং ভারতীয় দল কেমন পারফর্ম করে সেটাই দেখার।
সেমিফাইনালে ভারত
আইসিসির অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারে 'বিজনেস এন্ডে' পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টে আর মাত্র চারটি দল অবশিষ্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয়ের ফলে গ্রুপ ২-এ শীর্ষে শেষ করেছে ইংল্যান্ড দল। ফলে গ্রুপ ১-এ দ্বিতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড দল। অপরদিকে, ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। দুই ম্যাচই শুক্রবার আয়োজিত হবে। ফাইনাল ম্য়াচ আয়োজিত হবে রবিবার।
সংযুক্ত আরব আমিরশাহি বিরুদ্ধে বাংলাদেশ দুরন্ত জয় পেলেও, শেষ পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়াকে নেট রান রাটে টপকাতে না পারায় শেষমেশ বিশ্বকাপ থেকে ছিটকেই যেতে হল বাংলাদেশকে। অপরদিকে, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হলেও, গ্রুপ শীর্ষে থেকেই শেষ করেছে। এবার শেফালিরা ফাইনালে উঠতে পারেন কি না, সেটাই দেখার।
আরও পড়ুন: চার বছর পর কেরলে বসতে চলেছে সুপার কাপের আসর, কবে থেকে টুর্নামেন্টটি শুরু হবে?