IND vs NZ: পয়েন্ট টেবিলে শীর্ষে শেষ করার লক্ষ্য, কিউয়িদের বিরুদ্ধে কখন, কোথায় খেলবে নামবেন রোহিতরা?
ICC Champions Trophy: আইসিসি ইভেন্টে একেবারেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড ভাল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একবারের সাক্ষাতে সেই ম্য়াচেও কিউয়িরা শেষ হাসি হেসেছিল।

দুবাই: আইসিসি ইভেন্টে কিউয়িরা বরাবরই কাঁটা ভারতের সামনে। এখনও পর্যন্ত ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand) মোট ১০ বার মুখোমুখি হয়েছে একে অপরের। কিউয়িরা পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে। একটি ম্য়াচের কোনও ফল হয়নি। ৪টি ম্য়াচে ভারত জিতেছে। কুড়ির ফর্ম্য়াটে এখনও পর্যন্ত দুটো দেশ তিনবার মুখোমুখি হয়েছে। এখানে নিউজিল্য়ান্ড জয়ের হ্যাটট্রিক করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত ও নিউজিল্য়ান্ড মোট পাঁচবার মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত। ভারত শুধুমাত্র একটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিতে পেরেছে। কিউয়িরা তিনটি ম্য়াচে জয় পেয়েছে। দুটো ম্য়াচ ড্র হয়েছে। আজ কী হবে?
কাদের ম্যাচ?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-র ম্য়াচে আজ ভারত বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ
কোথায় হবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচ?
ম্য়াচটি হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
কখন শুরু হবে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ?
রবিবার ২ মার্চ ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচটি শুরু হবে দুপুর ২.৩০টায়। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ?
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে অনলাইনেই দেখতে পাবেন খেলা
ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচ দুবাইয়ে হতে চলেছে। সাধারণত এখানকার পিচ স্পিনারদের জন্য কার্যকরী হয়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। এমনিতেও এখানকার পিচে খুব বেশি রান বোর্ডে ওঠে না কখনওই।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কিন্তু আজকে ভারতের ম্য়াচে অবশ্য় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল থেকেই রোদের দেখা মিলেছে। খেলা শুরুর সময়ও আকাশ পরিষ্কারই থাকবে।
ভারতীয় দলের মত কিউইরা চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত ৮টি ৫০ ওভারের ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ নিউজিল্যান্ড হেরেছে চলতি বছর। অন্য়দিকে ভারতীয় দলও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় ছাড়াও চ্য়াম্পিয়ন্স ট্রফিতে টানা ২ টো ম্য়াচ জিতেছে। রবিবার আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চ্যালেঞ্জ হতে পারে কিউয়ি শিবিরের অনফর্ম স্পিনার। মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের স্পিন আক্রমণ ভারতের মিডল অর্ডারকে কিছুটা সজাগ রাখতে হবে। এক্ষেত্রে ভারতের ভরসা হতে পারেন মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার।




















