Jasprit Bumrah: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন বুমরা? চিন্তা বাড়ছে দলের
Champions Trophy 2025: অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছিলেন বুমরা।

মুম্বই: কবে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? বর্ডার গাওস্কর ট্রফিতে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন। কিন্তু সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর বল হাতে দেখা যায়নি তারকা ডানহাতি পেসারকে। পিঠের ব্যথার জন্য মাঠ ছাড়তে বাধ্য হন বুমরা। এরপর থেকে আর মাঠে নামেননি দেশের এক নম্বর বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বুমরাকে দলে রাখা হয়েছে। কিন্তু তিনি আদৌ কি মাঠে নামতে পারবেন? সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।
অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছিলেন বুমরা। কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে বিসিসিআইও ব্যাক আপ প্ল্যান তৈরি রেখেছে। বুমরাকে কতটা পাওয়া যাবে টুর্নামেন্টের শুরু থেকে, তা নিয়ে তাঁরাও সন্দিহান। এমনকী পুরো ফিট হিসেবে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতেই পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে বোর্ডের ও নির্বাচকদের।
বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বুমরাকে। বুমরাকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও। তবে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুমরাকে অন্তত প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না এবং তাঁর পরিবর্ত হিসাবে হর্ষিতকে রাখা হয়েছে দলে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আদৌ খেলতে পারবেন বুমরা? তাঁকে দলে রেখে কি বাড়তি ঝুঁকি নিয়ে ফেলা হল না? বিশেষ করে যেখানে দলে রাখা হয়েছে তিনজন মাত্র পেসারকে, যাঁদের মধ্যে মহম্মদ শামি সদ্য চোট সারিয়ে ফিরছেন এবং টানা ম্যাচ খেলার ধকল সামলানোর মতো অবস্থায় রয়েছেন কি না, এখনও পরীক্ষিত নন।
উল্লেখ্য, মাঠে কবে ফিরবেন তার কোনও ঠিক না থাকলেও সম্প্রতি আমদাবাদে কোল্ডপ্লে-র একটি কনসার্টে দেখা যায় তারকা পেসারকে। ব্যান্ডের লিড সিঙ্গার ক্রিস মার্টিনকে মজা করে বলতে শোনা যায় যে বুমরা ব্যাকস্টেজে অপেক্ষা করছেন, তাই তিনি তাঁর সঙ্গে ক্রিকেট খেলতে চান।




















