India vs Pakistan: নতুন বছরেই ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে ক্রিকেটে, জানা গেল দিনক্ষণ
ICC Champions Trophy: পড়শি বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল।
দুবাই: অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আগেই জানানো হয়েছিল হাইব্রিড মডেলেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। এবার সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও ঘোষণা করে দেওয়া হল। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ায় গড়রাজি ছিল। সেই কারণেই দীর্ঘদিন ধরেই টুর্নামেন্টের সূচি ঘোষণা পিছিয়েই যাচ্ছিল। তবে দিন পাঁচেক আগেই আইসিসি এক বৈঠকের পর জানিয়ে দেয় হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হবে। পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে যেতে হবে না। শুধু এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত কোনও আইসিসি ট্রফি খেলতেই পাকিস্তানে যাবে না ভারত। পাকিস্তানে আয়োজিত যে কোনও টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি হবে নিরপক্ষে স্থানে। অপরদিকে, পাকিস্তানের জন্যও এই একই নিয়ম লাগু হবে। অর্থাৎ পাকিস্তানও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারত আসবে না।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বলা হয়েছিল শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হবে। অবশেষে সেই ঘোষণা করা হল। পড়শি বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি সেই ম্যাচ আয়োজিত হবে। তারপরেই ২৩ ফেব্রুয়ারি দুবাইতেই আয়োজিত হবে ভারত ও পাকিস্তানের বহুকাঙ্খিত ম্যাচটি।
এবারের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানসহ মোট আটটি দলে খেতাবি লড়াইয়ে মাঠে নামতে চলেছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান ছাড়াও গ্রুপ 'এ'-তে নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে তৈরি টুর্নামেন্টের গ্রুপ 'বি' ২০১৭ সালে শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তারা নিজেদের খেতাব বাঁচানোর লক্ষ্যেই মাঠে নামবে। ১৯ দিন ধরে এবারের এই টুর্নামেন্টটি আয়োজিত হবে। ১৯ ফেব্রুয়ারিতে করাচিতে আয়োজক পাকিস্তান ও নিউজ়িল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে। ৯ মার্চ আয়োজিত হবে ফাইনাল।
ভারত টুর্নামেন্টের ফাইনালে উঠলে সেক্ষেত্রে পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী দুবাইতেই আয়োজিত হবে টুর্নামেন্টের ফাইনাল। নাহলে লাহৌরে ফাইনাল আয়োজন হওয়ার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হাঁটুর চোট সেরেছে, তবে মেলবোর্নে নিজের ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রোহিত শর্মা