Virat Kohli: তরুণ ব্রিগেডের হাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, দলগত জয় এটি: বিরাট
IND vs NZ: ২০২৪ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন।

দুবাই: নিজে রান পাননি এদিন। কিন্তু তিনিই এই দলটার মেরুদণ্ড। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। এই নিয়ে চারটি আইসিসি ট্রফি জিতলেন। ২০১১ সালে তরুণ ছিলেন, তখন ওয়ান ডে বিশ্বকাপ। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। ২০২৪ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। এবার কি ওয়ান ডে ফর্ম্যাটকেও বিদায় জানাবেন? না, এখনই তেমন কোনও আভাস দেননি কোহলি যদিও।
ম্য়াচের শেষ বিরাট বলছেন, ''অস্ট্রেলিয়া সিরিজের পর আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলাম। দলে অসাধারণ তরুণ প্লেয়ার রয়েছে কয়েকজন। তাঁরা প্রত্যেকে এগিয়ে এসেছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাঁরাই। এত ম্য়াচ খেলার পর ট্রফি জেতাটা আমাদের প্রয়োজন ছিল। দলের প্রত্যেক প্লেয়ার আলাদা আলাদা ম্য়াচে নিজেদের সেরাটা দিয়েছে। কেউ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। কেউ প্রয়োজনে উইকেট তুলে নিয়েছে। একটা ট্রফি জিততে হলে দলের প্রত্যেককে এগিয়ে এসে পারফর্ম করতে হবে। আমি চেষ্টা করেছি এই ছেলেদের নিজের অভিজ্ঞতা তুলে ধরার। আমি কীভাবে খেলেছি, তা বলেছি ওদের। গিল, শ্রেয়স রাহুল প্রত্যেকে দায়িত্ব নিয়ে ইনিংস খেলেছে।''
কোহলি আরও বলেন, ''কিউয়িরা কীভাবে স্বল্প সুযোগকেও কাজে লাগিয়ে কম প্লেয়ারদের নিয়ে ম্য়াচ বের করে নেয়, তা আমরা আগে দেখেছি। ওঁরা একটা নির্দিষ্ট প্ল্যান নিয়েই নেমেছিল মাঠে। প্রত্য়েক ফিল্ডার জানে ওঁদের যে কোন বোলার কোন দিকে বল করবে। বিশ্বের অন্য়তম সেরা ফিল্ডিং সাইড। নিজেদের প্রত্যেক প্লেয়ারের প্রতি একে অপরের আস্থা রয়েছে। কেন উইলিয়ামসনের জন্য খারাপ লাগছে। আমাদের মধ্যে প্রচুর ভালবাসা রয়েছে।''
কী বললেন শ্রেয়স আইয়ার?
ম্য়াচে ২৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় গিল ও বিরাটের উইকেট পরপর হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। ম্য়াচ শেষে কেকেআরের প্রাক্তন আইপিএলজয়ী অধিনায়ক বলছেন, ''দুর্দান্ত অনুভূতি আমার জন্য। এটা আমার প্রথম আইসিসি ট্রফি। ড্রেসিংরুমের প্রত্যেককে দেখে অভিভূত আমি। চাপের মুখে খেলা সবসময় পছন্দ করি আমি। বড় ইনিংস খেলতে পারিনি, তবে দলের জয়ে আমার ইনিংস কাজে এসেছে, এতেই আমি বেজায় খুশি। কানের ইয়ার রিংটি আমার জন্য বড্ড লাকি।''




















