IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধেই কি জ্বলে উঠবেন তাঁর ছাত্র? বিরাটের ছোটবেলার কোচ কী বলছেন?
Rajkumar Sharma On Virat Kohli: পরপর ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্য়াচেও রান পাননি। ২২ রান করে ফিরতে হয়েছে তাঁকে।

নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট বরাবরই দুর্দান্ত চলে। তিনি প্রচুর রানও করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে। বিশ্বকাপ হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি খারাপ সময়ে দলের হাল ধরেছেন কিং কোহলি। কিন্তু সম্প্রতি একেবারেই রানের মধ্যে নেই কোহলি। পরপর ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্য়াচেও রান পাননি। ২২ রান করে ফিরতে হয়েছে তাঁকে। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেই ফের বড় রান ব্যাটে আসবে বিরাটের, এমনই মনে করেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে ২২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। রিষাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে সেদিন প্যাভিলিয়ন ফিরেছিলেন কোহলি। স্পিনের বিরুদ্ধে ক্রমেই যেন দুর্বল দেখাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে। রাজকুমার বলছেন, ''গোটা বিশ্ব এই ম্য়াচের দিকে তাকিয়ে আছে। এই ম্য়াচের ফল কী হবে, তা নিয়ে সবার মধ্যেই কৌতূহল বিশাল। বিরাট বড় ম্য়াচের প্লেয়ার। আমি নিশ্চিত পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্য়াচেই জ্বলে উঠবে বিরাটের ব্যাট।''
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে বিরাটের রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৬৭৮ রান করেছেন কোহলি। ৫২.১৫ গড়ে রান করেছেন তিনি। তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ফর্ম্য়াটে পাক শিবিরের বিরুদ্ধে কোহলি। রাজকুমার বলছেন, ''আমার মনে ভারত খানিকটা এগিয়েই থাকবে। কারণ এই মাঠে খেলেছে ভারত আগে। তাছাড়া দুটো দলের মধ্যে ভারসাম্য বেশি ভারতীয় দলে। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব বিভাগেই পাকিস্তানের থেকে এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া।''
দুবাইয়ের মাঠে জসপ্রীত বুমরা
রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে হাজির হয়ে গেলেন দুবাইয়ে । আর সটান নেমে পড়লেন মাঠে । ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন বুমরা । সমর্থকরা জয়ধ্বনি দিলেন । আলোচনা শুরু হয়ে গেল, ভারত কি তবে পাক-যুদ্ধে পেয়ে যাচ্ছে বুম বুম বুমরাকে? তবে বুমরা ম্যাচ খেলার জন্য আসেননি । এসেছেন পুরস্কার নিতে । একটু পরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি থেকে জানিয়ে দেওয়া হল, কেন দুবাইয়ে হাজির বুমরা । ভারতীয় ফাস্টবোলারের ছবি পোস্ট করে আইসিসি লিখল, 'আইসিসি পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা । সেই সঙ্গে বর্ষসেরা দলের ক্যাপও তুলে দেওয়া হল তাঁর হাতে । আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটার হিসাবে সম্মান তুলে দেওয়া হল বুমরার হাতে । সেই সঙ্গে আইসিসি-র বর্ষসেরা টি-২০ দলেও রয়েছেন তিনি ।'




















