ICC T20 Team 2024: বছরের সেরা টি টোয়েন্টি দলের নেতৃত্বে রোহিত, জায়গা পেলেন না বিরাট
ICC T20 Team Of The Year 2024: ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ১৭ বছর পর ফের কুড়ির ফর্ম্যাটে বিশ্য়য়কাপ জিতেছিল টিম ইন্ডিয়া।

দুবাই: ২০২৪ সালের আইসিসির সেরা ওয়ান ডে স্কোয়াডে জায়গা পাননি কোনও ভারতীয়। কিন্তু টি টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে জায়গা করে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছর হিটম্যানের অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ১৭ বছর পর ফের কুড়ির ফর্ম্যাটে বিশ্য়য়কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই জয়ে অধিনায়ক হিসেবে ও ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোহিত শর্মা। তাঁকেই তাই দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে টি টোয়েন্টি ফর্ম্যাটের বছরের সেরা দলের। এছাড়াও জায়গা করে নিয়েছেন আরও ৩ ভারতীয়। কিন্তু বিরাট কোহলি জায়গা পাননি এই স্কোয়াডে।
২০১৩ সালের পর ২০২৪। ১১ বছর পর ভারতীয় ক্রিকেট দল কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মার নেতৃত্বে সেই টুর্নামেন্টে টানা ৮টি ম্যাচ জিতেছিল ভারত। প্রথম কোনও অধিনায়ক হিসেবে ১০০ শতাংশ জয়ের হার নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারত অধিনায়ক নিজেও টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। রোহিত ছাড়া এই দলে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ
বুমরা টুর্নামেন্টে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। তাঁকে টুর্নামেন্ট সেরার পুরস্কারও দেওয়া হয়। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন।
অর্শদীপ মোট ১৭ উইকেট নিয়েছিলেন গোটা টুর্নামেন্টে। তিনিই ছিলেন সর্বাধিক উইকেট শিকারি টুর্নামেন্টের৷
হার্দিক পাণ্ড্যরও ২০২৪ সাল টি টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত গিয়েছে। মোট ১৭ ম্যাচে ব্যাট হাতে ৩৫২ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট।
তবে এই দলে সুযোগ পাননি বিরাট কোহলি। দলের উইকেট কিপার ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে। এছাড়া বাকিরা হলেন ইংল্যান্ডের ফিল সল্ট, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম, জিম্বাবোয়ের সিকান্দার রাজা, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান।
এর আগে ওয়ান ডে ফর্ম্যাটের ও টেস্ট ফর্ম্যাটের বছরের সেরা দল বেছে নিয়েছিল আইসিসি। ওয়ান ডে ফর্ম্যাটে চারিথ আসালাঙ্কাকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। টেস্ট ফর্ম্যাটে প্যাট কামিন্স অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে কামিন্সের অস্ট্রেলিয়া।




















