ICC Ranking: আইসিসির নতুন ক্রমতালিকা প্রকাশ, শীর্ষস্থান ধরে রাখল ভারত ও অস্ট্রেলিয়া
ICC: অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এমনকী এই বছরই আইপিএলের পরই লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে

দুবাই: আইপিএলের মাঝেই আইসিসির (ICC) নতুন ক্রমতালিকা প্রকাশিত হল। টেস্ট ফর্ম্য়াটে অস্ট্রেলিয়া ও বাকি দুটো ফর্ম্য়াট অর্থাৎ ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় দল। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এমনকী এই বছরই আইপিএলের পরই লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে। অন্য়দিকে ভারতীয় ক্রিকেট দল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। আর এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ওয়ান ডে ফর্ম্য়াটে। দুটোই রোহিত শর্মার নেতৃত্বে। এই দুটো ফর্ম্য়াটে তাই টিম ইন্ডিয়াই শীর্ষে রয়েছে।
টেস্টে ক্রমতালিকায় শীর্ষে থাকলেও রেটিং কমেছে কামিন্স বাহিনীর। ১২৬ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে অজি ব্রিগেড। ১৫ নয়, এবার ১৩ রেটিং পয়েন্টের ব্য়বধান রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুদলের মধ্য়ে। ভারত যেখানে শীর্ষে রয়েছে, সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টেক্কা দিয়ে তারাই এই মুহূর্তে দ্বিতীয় সেরা টেস্ট দল। ১১৩ রেটিং পয়েন্ট স্টোকসের দলের ঝুলিতে। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা ১১১ রেটিং পয়েন্ট নিয়ে আছে। চতুর্থ স্থানে থাকা ভারতীয় দলের রয়েছে ১০৫ রেটিং পয়েন্ট। এই তালিকায় পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে শ্রীলঙ্কা, সাতে পাকিস্তান, আটে ওয়েস্ট ইন্ডিজ, নয়ে বাংলাদেশ ও ১০ নম্বরে রয়েছে জিম্বাবোয়ে।
ওয়ান ডে ফর্ম্য়াটে নিজেদের রেটিং ১২২ থেকে বাড়িয়ে ১২৪ করেছে ভারত। একইসঙ্গে শীর্ষস্থান ধরে রেখেছে। কিউয়িরা অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তিনে অস্টেলিয়া। চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে পাকিস্তান। ছয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে। সাত নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। তবে আটে নেমে গিয়েছে ইংল্য়ান্ড। শেষ দুটো স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
View this post on Instagram
টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও শীর্ষে রোহিত বাহিনী। এই ফর্ম্য়াটে গত এক বছরে সবচেয়ে বেশি ম্য়াচও জিতেছে ভারতই। দ্বিতীয় স্থানে অ্ট্রেলিয়া। তিনে রয়েছে ইংল্যান্ড। এরপর চার, পাঁচ, ছয় নম্বর স্থানে যথাক্রমে নিউজিল্য়ান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। পরের চারটি স্থানে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান।
আরও পড়ুন: পঞ্জাব ম্য়াচ হেরেই ক্ষেপে গেলেন ঋষভ, দলের তারকা বাঁহাতি প্লেয়ারই কি নিশানায়?




















