ICC Ranking: ইংরেজদের দুর্গ ধ্বংস করে বড় পুরস্কার পেলেন ভারতীয় স্পিনার, বিশ্বের এক নম্বর হওয়ার দৌড়ে
India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর বরুণের ঝুলিতে রয়েছে ৭০৫ রেটিং পয়েন্ট।

মুম্বই: তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সিরিজের সেরার স্বীকৃতি পেয়েছেন। সেই বরুণ চক্রবর্তী পুরুষদের টি-টোয়েন্টিতে (ICC Ranking) বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা জায়গায়। তিন ধাপ উঠে এসেছেন তিনি। বরুণ এখন রয়েছেন ২ নম্বরে। ৫ ফেব্রুয়ারি, বুধবার ঘোষিত সর্বশেষ আপডেটে বরুণ এখন ইংল্যান্ডের আদিল রশিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর বরুণের ঝুলিতে রয়েছে ৭০৫ রেটিং পয়েন্ট। সিরিজের মাঝপথে তিনি তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো টি-২০ র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে উঠে এসেছিলেন। এবার শীর্ষস্থানও ছিনিয়ে নেওয়ার হাতছানি সৌরভের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকায় বরুণের এক নম্বর হওয়া হয়নি। তবে পুরুষদের টি-টোয়েন্টিতে সেরা বোলারের সিংহাসন ছিনিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তামিলনাড়ুর বিস্ময় স্পিনারের কাছে।
টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৪-১ ব্যবধানে জয়ের অন্যতম কারিগর বরুণ। তাঁর পাশাপাশি দারুণ প্রদর্শন করেছেন রবি বিষ্ণোই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সাফল্যের পর ব়্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে ৬ নম্বরে রয়েছেন বিষ্ণোই। অর্শদীপ সিংহ বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন। অর্থাৎ, খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম দশে রয়েছেন তিন ভারতীয়।
আরও পড়ুন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির সৌরভ, রাজ্যে শিল্পস্থাপন নিয়ে কী বললেন?
টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর স্পিন ভেল্কি সামলাতে গিয়ে নাজেহাল হয়েছে ইংল্যান্ড। ম্যান অফ দ্য সিরিজও হন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ওয়ান ডে সিরিজের দলে তিনি ছিলেন না। তবে নাগপুরে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে সকালেই ভারতীয় অনুশীলনেও তাঁকে দেখা গিয়েছিল। সেই দেখেই অনেকে মনে করেছিলেন তিনি হয়তো ওয়ান ডে দলেও (IND VS ENG) সুযোগ পেতে চলেছেন। দিন শেষ হওয়ার আগেই সরকারি ঘোষণাও চলে এল।
ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 'বিস্ময় স্পিনার' হিসাবে পরিচিত বরুণ চক্রবর্তীকে ভারতীয় ওয়ান ডে দল সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'পুরুষ দলের নির্বাচকমণ্ডলী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করেছে। বরুণ ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় দলে যোগ দিয়েছেন।'
আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
