Eden Gardens: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ
BCCI: ইডেনে ফের এক বড় ম্যাচ আয়োজিত হতে পারে। সূত্রের খবর, ৮ ফেব্রুয়ারি, শনিবার থেকে ইডেনে আয়োজিত হতে চলেছে মুম্বই বনাম হরিয়ানা রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

কলকাতা: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) হাইভোল্টেজ টি-২০ ম্যাচ হয়ে গিয়েছে ২২ জানুয়ারি। বাংলার শেষ রঞ্জি ট্রফির ম্যাচও খেলা হয়ে গিয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে যে ম্যাচ বাংলা ইনিংসে জিতলেও লাভ হয়নি। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের। ইডেন গার্ডেন্সে পরের বড় ইভেন্ট বলতে আইপিএলের ম্যাচ।
কিন্তু তার আগে ফের ইডেনে বসতে চলেছে ক্রিকেটের বড় আসর। বসতে পারে চাঁদের হাট। খেলতে দেখা যেতে পারে অজিঙ্ক রাহানে, ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার শিবম দুবে, শার্দুল ঠাকুর, কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশীকে।
ইডেনে ফের এক বড় ম্যাচ আয়োজিত হতে পারে। সূত্রের খবর, ৮ ফেব্রুয়ারি, শনিবার থেকে ইডেনে আয়োজিত হতে চলেছে মুম্বই বনাম হরিয়ানা রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
ঘটনা হচ্ছে, এই ম্যাচটি প্রথম হওয়ার কথা ছিল হরিয়ানার ঘরের মাঠ লাহলির চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে। যে মাঠে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজের আগে প্রস্তুতি সারতে রঞ্জি ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। কিন্তু বোর্ড সূত্রে খবর, সেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। লাহলিতেৈ নয়, ম্যাচটি খুব সম্ভবত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও বোর্ডের সেই সিদ্ধান্তে হরিয়ানা শিবির খুব একটা খুশি বলে খবর নেই। কারণ, লাহলির চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়াম হরিয়ানার ঘরের মাঠ। হোম অ্যাডভান্টেজ আর পাওয়া হচ্ছে না হরিয়ানা শিবিরের।
ঠিক কী কারণে ম্যাচ সরানো হচ্ছে, তা নিয়ে অবশ্য বোর্ডকর্তারা কিছুই জানাননি। আনুষ্ঠানিকভাবে মাঠ বদলের কথাও জানানো হয়নি এখনও।
মুম্বই রঞ্জি ট্রফি ধরে রাখার উদ্দেশে মাঠে নামছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অজিঙ্ক রাহানেরা। হরিয়ানাকে হারাতে পারলেই হাতে আসবে সেমিফাইনালের টিকিট।
বাংলার ক্রিকেটপ্রেমীরা অবশ্য আরও একটি বড় ম্যাচ দেখার জন্য ছটফট করছেন।
আরও পড়ুন: সচিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি, ইংরেজদের বিরুদ্ধেই কি বিরল কীর্তি?
মুম্বইয়ের নির্বাচিত দল
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), আয়ুষ মাত্রে, অঙ্গকৃষ রঘুবংশী, আমোল ভাটকল, সূর্যকুমার যাদব, সিদ্ধেশ লাড, শিবম দুবে, আকাশ আনন্দ (উইকেটকিপার), হার্দিক তামোরে (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শার্দুল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, মোহিত অবস্থি, সিলভেস্টার ডি'সুজা, রয়স্টন ডিয়াস, অথর্ব আঙ্কোলেকর ও হর্ষ টান্না।
আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসে মধ্যমণি সৌরভ, ক্যান্সার আক্রান্তদের পাশে সিএবি, রক্তদান করলেন কতজন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
