ICC Ranking: সেঞ্চুরির পুরস্কার পেলেন পন্থ, প্রথম দশের বাইরে কোহলি, আইসিসি-র তালিকায় কে কোথায়?
Rishabh Pant: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্টের আঙিনায় প্রত্যাবর্তন ঘটিয়েছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। আর ফিরেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে।
কানপুর: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (India vs Bangladesh)। শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগেই সুখবর পৌঁছে গেল ভারতীয় শিবিরে। চেন্নাইয়ে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাতীয় দলের তরুণ উইকেটকিপার।
চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টেস্টের আঙিনায় প্রত্যাবর্তন ঘটিয়েছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। আর ফিরেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই পারফরম্যান্সের জন্য আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৬ নম্বর জায়গা ফিরে পেলেন পন্থ। বুধবার, ২৫ সেপ্টেম্বর যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে পন্থকে দেখা যাচ্ছে ব্যাটারদের তালিকার ৬ নম্বরে।
ঘটনা হচ্ছে, চেন্নাইয়ে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড স্পর্শ করেছেন পন্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটারদের মধ্যে ৬টি করে সেঞ্চুরি রয়েছে দুই তারকারই।
তবে পন্থের প্রোমোশন হলেও, ব্যাটারদের তালিকার প্রথম দশের বাইরে চলে গিয়েছেন বিরাট কোহলি। ৭ থেকে ১২ নম্বরে নেমে গিয়েছেন তিনি। ৫ নম্বরে নেমে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। দুজনই চেন্নাইয়ে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তার মধ্যে কোহলির দ্বিতীয় ইনিংসের আউট নিয়ে বিতর্ক রয়েছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন কিংগ কোহলি। বল তাঁর ব্যাটের কাণায় লাগলেও কোহলিকে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল। তিনি ডিআরএস না নেওয়ায় ফিরতে হয় ড্রেসিংরুমে। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।
শুধু পন্থ নন, আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শুভমন গিল, আর অশ্বিনদেরও। তিনজনই চেন্নাইয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করার সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৫ ধাপ উঠে ১৪ নম্বরে রয়েছেন গিল। অশ্বিন প্রথম ইনিংসে ১১৩ রান করেছিলেন। তিনি সাত ধাপ উঠে ৭২ নম্বরে রয়েছেন। প্রথম ইনিংসে মহার্ঘ ৮৬ রান করায় ব্যাটারদের তালিকায় তিন ধাপ উঠে ৩৭ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। কেরিয়ারে প্রথমবার ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন তামিলনাড়ুর অফস্পিনার। জাডেজা
বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় কেরিয়ারের সেরা ৪৭৫ পয়েন্ট সহ এক নম্বরে রয়েছেন জাডেজা। দ্বিতীয় স্থানেও এক ভারতীয়। আর অশ্বিন।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।