India Alliance: রাহুল নয়, নেতৃত্ব দিন মমতা। ইন্ডিয়া জোটের মধ্যেই সওয়াল। ABP Ananda Live
ABP Ananda Live: নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আরও চওড়া হল বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে। রাহুল গাঁধী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেত্রী দেখতে চান বলে এবার জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD)- সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এ নিয়ে কারও আপত্তি করা উচিত নয় বলেও মন্তব্য করলেন লালু। অর্থাৎ বিরোধী জোটের আরও এক শরিক মমতাকে নেতৃত্বে দেখতে চেয়ে সওয়াল করলেন। ফলে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের। কারণ মমতাকে জোটের মাথায় রাখা নিয়ে সম্প্রতি আপত্তি শোনা গিয়েছিল দলের অন্দর থেকে।
শুভেন্দুর সংযোজন,' চিনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। ৭১ সালে ১৭ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন। এরাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, ৩০ শতাংশ দিয়ে বৈতরণী পার হওয়া যাবে না। কারণ বাকি ৭০ শতাংশ এক হয়েছে, তাই মুখ্যমন্ত্রী সুর বদলাচ্ছেন। মুখ্যমন্ত্রী ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গে।এখন বিধাসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভুতি দেখাচ্ছেন। এবার ধর্মরক্ষা কমিটি গড়ার সময় এসেছে।'