ICC Test Rankings: নতুন বছরের প্রথম দিনই ধাক্কা ভারতীয় শিবিরে! মন খারাপ কোহলি ও রোহিতের ভক্তদের
Border Gavaskar Trophy: চলতি পাঁচ ম্যাচের সিরিজে ২-১ পিছিয়ে রয়েছে ভারত। মেলবোর্নে ব্যাটিং ভরাডুবিতে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া।
সিডনি: বর্ডার গাওস্কর সিরিজে (Border Gavaskar Trophy) দুজনের পারফরম্যান্স নিয়েই প্রশ্ন উঠছে। তাঁদের মধ্যে একজন - বিরাট কোহলি (Virat Kohli) একটি সেঞ্চুরি পেলেও বাকি আর কোনও ইনিংসে বড় রান পাননি । আর দুঃস্বপ্নের দৌড় চলছে রোহিত শর্মার (Rohit Sharma) । তাঁর নেতৃত্ব তো বটেই, দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ।
আর সেই পারফরম্যান্সের প্রভাব পড়ল আইসিসি ব়্যাঙ্কিংয়ে । ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে বিরাট পতন দুই তারকার । বুধবার যে নতুন তালিকা প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি, সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছেন বিরাট ।
চলতি পাঁচ ম্যাচের সিরিজে ২-১ পিছিয়ে রয়েছে ভারত । মেলবোর্নে ব্যাটিং ভরাডুবিতে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া । দুই ইনিংসে কোহলি করেছেন যথাক্রমে ৩৬ ও ৫ রান । ব্যাটারদের তালিকায় তিনি নেমে গেলেন ২৪ নম্বরে। ২০২৪ সালে ১০ টেস্টে ১৯ ইনিংসে মাত্র ৪১৭ রান করেছেন কোহলি । ২৪.৫২ গড়ে । একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে ।
অন্য়দিকে, ব্যাটারদের তালিকায় ৪০ নম্বরে নেমে গেলেন রোহিত শর্মা । চলতি সিরিজে ৩ ম্যাচে মাত্র ৩১ রান করেছেন ভারত অধিনায়ক ।
ভারতীয় ব্যাটিংয়ের জন্য কিছুটা স্বস্তির খবর যে, যশস্বী জয়সওয়াল মেলবোর্ন টেস্টে তাঁর ভাল পারফরম্যান্সের পর চতুর্থ স্থানে উঠে এসেছেন । ওপেনিং ব্যাটার দুটি ইনিংসে লড়াকু ব্যাটিং করে যথাক্রমে ৮২ এবং ৮৪ রান করেন ।
India star smashes rankings record after Boxing Day Test exploits 💪https://t.co/EzHceJFkxZ
— ICC (@ICC) January 1, 2025
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথও মেলবোর্নে চলতি সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরির পর ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এসেছেন । স্মিথ বর্তমানে ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন । ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ।
আরও পড়ুন: ঘরে-বাইরে প্রতিপক্ষ ইংল্যান্ড, বাংলাদেশেও খেলতে যাবে টিম ইন্ডিয়া, ২০২৫ সালের পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।