Women's World Cup 2025: বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা! গ্রেফতার অভিযুক্ত
Australian Women's Cricket Team: বৃহস্পতিবার দুই অজ়ি ক্রিকেটার নিজেদের হোটেল থেকে সকাল ১১টা নাগাদ এক ক্যাফের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ঘটনাটি সেই সময়ই ঘটে।

ইনদওর: বর্তমানে ভারত এবং শ্রীলঙ্কায় চলছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের আসর (ICC Women's World Cup 2025)। টুর্নামেন্টের গ্রুপ পর্ব একেবারে শেষের দিকে। ইতিমধ্য়েই সেমিফাইনালে কোন চার দল পৌঁছবে, তাও নিশ্চিত হয়ে গিয়েছে। এই বিশ্বকাপ চলাকালীনই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের তরফে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। মধ্যপ্রদেশের ইনদওরে মহিলা বিশ্বকাপ চলাকালীন ২৩ অক্টোবর শ্লীলতাহানির ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুই অজ়ি ক্রিকেটার নিজেদের হোটেল থেকে সকাল ১১টা নাগাদ এক ক্যাফের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ঘটনাটি সেই সময়ই ঘটে। খাজরানা রোডে মোটরবাইকে চেপে দুই মহিলা অজ়ি ক্রিকেটারের পিছু নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি এক মহিলা অজ়ি ক্রিকেটারের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরিস্থিতিবুঝে সঙ্গে সঙ্গে আপদকালীন সাহায্যের সিগন্যাল পাঠান তাঁরা। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরাও এসে পৌঁছন সেখানে।
এই ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান ওই ব্যক্তি মোটরসাইকেলে চেপে দুই ক্রিকেটারকে ফলো করে। অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তি তাঁদের অশালীনভাবে স্পর্শ করে বাইক চালিয়ে পালিয়ে যান। অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ম্যানেজার ড্যানি সিমন্স, গোটা ঘটনা জেনে বৃহস্পতিবার সন্ধেবেলাতেই এমআইজি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গেই একটি এফআইআর দায়ের করে এবং পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম আকিল খান। তার বাড়ি আজাদ নগরে। আকিলের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এই মামলা বর্তমানে তদন্ত চলছে।
#WATCH | MP | Indore Police have arrested the accused, Aqueel, in connection with the alleged molestation of two members of the Australian women's cricket team on 23rd October
— ANI (@ANI) October 25, 2025
(Source: Indore Police) pic.twitter.com/SLQVVpiScT
গোটা ঘটনায় নিজের অসন্তোষ ব্যক্ত করার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইনদওর পুলিশকে বাহবাও দেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এএনআইকে তিনি জানান, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনা গুলির ফলে দেশের দুর্নাম হয়। অভিযুক্তকে দ্রুত আটক করার জন্য রাজ্য পুলিশকে আমি সাধুবাদ জানাব। এই ঘটনায় আইন দোষীকে শাস্তি দেওয়ার জন্য যথাযোগ্য ব্যবস্থা নিক।' ইনদওর পুলিশ এই ঘটনায় ঠিক নিরাপত্তায় কোথায় ফাঁক ফোকর রয়েছে, সেই বিষয়টি ইনদওর পুলিশ খতিয়ে দেখছে।



















