Women's World Cup 2025: নিউজ়িল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল ভারত, শেষ চারের লড়াইয়ে কাদের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা?
INDW vs NZW: কিউয়িদের ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫৩ রানে হারাতেই বিশ্বকাপের শেষ চারে নিজেদের স্থান পাকা করে নিল ভারতীয় দল।

মুম্বই: তিন হারের পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (INDW vs NZW) বৃহস্পতিবারের ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই ম্যাচে কিউয়িদের ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫৩ রানে হারাতেই বিশ্বকাপের (Indian Women's Cricket Team) শেষ চারে নিজেদের স্থান পাকা করে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কাদের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামবে ভারত?
বর্তমানে বিশ্বকাপে আটটি দলই ছয়টি করে ম্যাচ খেলেছে। ছয় ম্যাচের পর ভারতীয় দলের দখলে ছয় পয়েন্ট রয়েছে। শ্রীলঙ্কা এবং নিউজ়িল্যান্ডের দখলে রয়েছে চার পয়েন্ট। এমন পরিস্থিতিতে ভারতীয় দল নিজেদের পরবর্তী ম্যাচ হারলে এবং নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা জিতলে তিন দলের দখলেই ছয় পয়েন্ট থাকবে। তবে এক্ষেত্রে নেট রান রেটের পরিবর্তে এই বিশ্বকাপে জয়ের সংখ্যাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা পরের ম্যাচ জিতলেও তাদের জয়ের সংখ্য়া দাঁড়াবে দুই (দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে)। ভারত এমনিই তিনটি ম্যাচ জিতে নিয়েছে। তাই এক ম্যাচ বাকি থাকতেই ভারতের সেমিফাইনালে পৌঁছনো পাকা।
𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐃 👏#TeamIndia seal their spot in the semi-finals with a convincing win against New Zealand 🇮🇳🙌
— BCCI Women (@BCCIWomen) October 23, 2025
Scorecard ▶ https://t.co/AuCzj0Wtc3#WomenInBlue | #CWC25 | #INDvNZ pic.twitter.com/iHOc9hf8cR
ভারতীয় দল লিগে চার নম্বর স্থানেই শেষ করবে এই বিষয়টি নিশ্চিত। সূচি অনুযায়ী লিগ শীর্ষে যে দলটি থাকবে, তার বিরুদ্ধেই ভারত সেমিফাইনালে খেলতে নামবে। ভারতের চার নম্বর স্থানে শেষ করা পাকা হলেও, শীর্ষে কোন দলটি শেষ করবে, তা এখনও সুনিশ্চিত নয়। তাই সেমিফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তবে দিওয়াই পাতিল স্টেজিয়ামে যে ৩০ অক্টোবর এই ম্যাচ হবে, তা নিশ্চিত।
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৯ ওভারে ভারত ৩৪০ রান করে। জবাবে ৪৪ ওভারে নিউজ়িল্যান্ড আট উইকেটে ২৭১ রান করে। ম্যাচ এরপর বৃষ্টিতে বাতিল হওয়ায় ৫৩ রানে ম্য়াচ জিতে নেয় ভারত। ভারতীয় দলের হয়ে দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল শতরানের ইনিংস খেলে জয়ের ভিত গড়েন। দুইজনে ওপেনিং করেই ২১২ রান যোগ করেন। এরপর বল হাতে রেণুকা সিংহ, ক্রান্তি গৌররা নিরন্তর ব্যবধানে উইকেট নিতে থাকায় নিউজ়িল্যান্ড কোনওসময় ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারেনি। শেষমেশ পরাজিতই হয় নিউজ়িল্যান্ড।




















