বৃষ্টির কারণে ২রা নভেম্বর ম্যাচ না হলে, তা ৩রা নভেম্বর রিজার্ভ ডে-তে খেলা হবে।
ICC Women's World Cup 2025: রবিবাসরীয় ফাইনালে বৃষ্টির সম্ভাবনা প্রবল, ম্য়াচ ভেস্তে গেলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি?
Women's World Cup 2025 Final: রবিবার, ২ নভেম্বর ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেতাবি ফাইনালে খেলতে নামবে ওমেন ইন ব্লু।

মুম্বই: বৃহস্পতিবারের মায়াবী রাতে এক স্বপ্নের ইনিংস খেলেন জেমাইমা রডরিগেজ়। তাঁর অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভর করেই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। রবিবার, ২ নভেম্বর ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেতাবি ফাইনালে (Women's World Cup 2025 Final) খেলতে নামবে ওমেন ইন ব্লু। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
এবারের মহিলাদের বিশ্বকাপে একগুচ্ছ ম্যাচ বৃষ্টি দ্বারা প্রভাবিত হয়েছে। প্রচুর ম্যাচ বৃষ্টিতে ভেস্তেও গিয়েছে। রবিবারও কিন্তু এমন সম্ভাবনা রয়েছে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী রবিবার নভি মুম্বইয়ে ৩২ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা। তবে ম্যাচের দিন বৃষ্টির ৬৩ শতাংশ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকী ঝড় হওয়ারও ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যদি রবিবার ম্যাচ হওয়া সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে?
আইসিসির তরফে বিশ্বকাপ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ ২ নভেম্বর ম্যাচ শেষ করা সম্ভব না হলে, তা সোমবার, ৩ নভেম্বর আবার খেলা হবে। কিন্তু সেইদিনও যদি ম্যাচ খেলা সম্ভব না হয়? সেক্ষেত্রে কিন্তু ভারতের কপালে দুঃখ রয়েছে। দুই দিনেও যদি ম্য়াচ শেষ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে।
দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের উপরে তো শেষ করেই, পাশাপাশি দুই দলের গ্রুপ পর্বের সাক্ষাতেও কিন্তু প্রোটিয়া দলই চ্যাম্পিয়ন হয়েছিল। সেই কারণেই বৃষ্টিতে একেবারেই ম্যাচ হওয়া সম্ভব না হলে, সেক্ষেত্রে রামধনুর দেশই প্রথমবার মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।
তবে সেই ম্য়াচ হলে কিন্তু ভারতকে হালকাভাবে নেওয়ার ভুল একেবারেই করবে না প্রোটিয়া শিবির। বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচ শেষেই কান্নায় ভেঙে পড়েন হরমনপ্রীত কৌর, মাঝ পিচে হাপুস নয়নে কাঁদেন জেমাইমা রডরিগেজ়। তবে এ কান্নায় হৃদয়ভঙ্গের নয়, কার্যত অসাধ্য সাধন করার। স্বপ্নকে বাস্তব করার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার। মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারায় ভারতীয় দল।
ঘরের মাঠে অপরাজিত শতরানে নাগাড়ে ১৫ ম্যাচজয়ী অজ়িদের বিজয়রথ থামিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেন জেমাইমা রডরিগেজ়। নয় বল ও পাঁচ উইকেট বাকি রেখেই ম্যাচ জেতে ভারত। সেই আত্মবিশ্বাসে ভর করেই তাঁরা সপ্তাহান্তে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবেন।
Frequently Asked Questions
বৃষ্টি হলে মহিলাদের বিশ্বকাপ ফাইনাল কবে অনুষ্ঠিত হবে?
রিজার্ভ ডে-তেও খেলা সম্ভব না হলে কে চ্যাম্পিয়ন হবে?
দুই দিনও খেলা সম্ভব না হলে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।
গ্রুপ পর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফল কী ছিল?
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ভারতকে পরাজিত করেছিল।
ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জিতেছে?
না, ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।




















