Womens ODI World Cup: জোড়া হারে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করার রাস্তা কি কঠিন হল হরমনপ্রীতদের?
ICC Womens ODI World Cup 2025: পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে ভারত। তাদের পরবর্তী ম্য়াচ আগামী ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। নিঃসন্দেহে সেই ম্য়াচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্মৃতিদের।

বিশাখাপত্তনম: মহিলা ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটো ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে শ্রীলঙ্কা ও পরের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিলেন হরমনপ্রীত, স্মৃতিরা। কিন্তু এরপরের দুটো ম্যাচে টানা হারতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও গতকাল ১২ অক্টোবর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর জোড়া হারে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পথে কিছুটা কঠিন হয়ে গেল হরমনপ্রীত কৌরদের জন্য।
আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের পয়েন্ট টেবিল
অস্ট্রেলিয়া: ৪ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্য়াচে জিতেছে অজিরা, কোনও ম্য়াচ হারেনি তারা, একটি ম্যাচের কোনও ফল বেরয়নি, ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
ইংল্যান্ড: ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্য়াচেই জিতেছে ইংল্যান্ড, কোনও ম্য়াচ হারেনি তারা, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে
ভারত: ৪ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জিতেছে ভারত, ২ ম্য়াচ হেরেছে, ৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে
দক্ষিণ আফ্রিকা: ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ১ ম্য়াচ হেরেছে, ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে
নিউজিল্যান্ড: ৩ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১ ম্য়াচে জিতেছে কিউয়িরা, ২ ম্য়াচ হেরেছে, ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে
এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে ভারত। তাদের পরবর্তী ম্য়াচ আগামী ১৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। নিঃসন্দেহে সেই ম্য়াচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্মৃতিদের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার ৩৩০ রান বোর্ডে তুলেছিল ভারতীয় দল। রান তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। আর দলের জয়ে মুখ্য ভূমিকা নিলেন অজি ক্যাপ্টেন অ্য়ালিসা হিলি। ওপেনে নেমে যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৪২ রান। ১০৭ বলের ইনিংসে ২১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান অজি ক্যাপ্টেন। আরেক ওপেনার লিচফিল্ড ৪০ রান করে আউট হন। বেথ মুনি ও অ্য়ানাবেলা সাদারল্যান্ড রান না পেলেও এলিসা পেরি ও অ্যাশলে গার্ডনার দুজনে মিলে অস্ট্রেলিয়ার জয়ের রাস্তা পরিষ্কার করে দেন। পেরি ৪৭ রান করে অপরাজিত থাকেন। গার্ডনার ৪৫ রান করেন। ১ ওভার বাকি থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় অজি বাহিনী।




















