IND W vs NZ W: সোফিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় স্কোর নিউজ়িল্যান্ডের, কঠিন পরীক্ষা হরমনপ্রীতদের
ICC Womens T20 World Cup 2024: নিউজ়িল্যান্ডের দুই ওপেনার সুজি ও জর্জিয়া প্লিমার মিলে যে রিংটোনটা সেট করে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন সোফি ডিভাইন।
![IND W vs NZ W: সোফিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় স্কোর নিউজ়িল্যান্ডের, কঠিন পরীক্ষা হরমনপ্রীতদের icc womens t20 world cup 2024 india women given target of 161 runs against new Zealand women IND W vs NZ W: সোফিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় স্কোর নিউজ়িল্যান্ডের, কঠিন পরীক্ষা হরমনপ্রীতদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/04/903e5392dd434f3c0430a2a7b129263c172805641757450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: বলা হয়, সকাল থেকে বোঝা যায় দিন কেমন কাটবে।
কী মানসিকতা নিয়ে টি-২০ বিশ্বকাপে (Womens T20 World Cup 2024) নামছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই তা স্পষ্ট করে দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের ওপেনার সুজি বেটস। টস জিতে হরমনপ্রীত কৌরদের প্রথমে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন কিউয়ি অধিনায়ক। হরমনপ্রীত নতুন বল তুলে দিলেন পূজা বস্ত্রকারের হাতে। পূজার প্রথম বলেই বাউন্ডারি মারেন সুজি। সেই ওভারে পূজাকে জোড়া বাউন্ডারি মারেন সুজি বেটস। ১ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৯ রান।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই অযোধ্যায় রামমন্দিরে পুজো দিয়ে এলেন আকাশ দীপ
আরও পড়ুন: অধিনায়ক অনুষ্টুপ, ফিরলেন ঋদ্ধি, শামিকে ছাড়াই রঞ্জি ট্রফির প্রথম ২ ম্যাচের বাংলা দল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)