IND vs AFG 3rd T20I: নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-আফগানিস্তান, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs AFG 3rd T20I: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।
বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে দুই দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আপাত অর্থে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs AFG 3rd T20I) তাই নিয়মরক্ষারই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।
কাদের ম্যাচ?
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে
ম্য়াচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৬.৩০টায়
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ
চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে। অবশ্য অর্শদীপ সিংহ কিন্তু এক্ষেত্রে ইতিবাচক দিকটাই দেখছেন। তাঁর মতে এই মাঠে রান করার জন্য ব্যাটাররা চাপে থাকবেন এবং তার থেকে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।'
এই ম্যাচেই আবার বিরাট কোহলির (Virat Kohli) সামনে ভারতীয় হিসাবে এক অনন্য রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। প্রয়োজন আর মাত্র ছয় রান। তাহলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে (আন্তর্জাতিক + লিস্ট এ) ১২ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন কোহলি। বর্তমানে বিশ ওভারের ফর্ম্য়াটে ৩৭৫ ম্য়াচে ১১৯৯৪ রান করেছেন 'কিং কোহলি'। তিনি গোটা বিশ্বে চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি গড়তে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অর্শদীপের হাতে নয়া অস্ত্র! বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি নতুন বলের প্রচেষ্টায় তারকা বোলার?