IND vs AUS 3rd T20I: ম্য়াক্সওয়েল ঝড়ে ম্যাচ হারলেও প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক
Glenn Maxwell: ৪৮ বলে নিজের কেরিয়ারের রেকর্ড চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানটি হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল।
গুয়াহাটি: অবিশ্বাস্য, অসম্ভব, এই শব্দগুলি যেন গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) অভিধানেই নেই। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে কার্যত এক পায়ে দাঁড়িয়ে অবিশ্বাস্য দ্বিশতরানে অস্ট্রেলিয়াকে জেতানোর দৃশ্য এখনও সকলের মনে তাজা। সেই ম্যাক্সওয়েলই ফের একবার কার্যত একা হাতেই অস্ট্রেলিয়াকে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs AUS 3rd T20I) শতরান হাঁকিয়ে জয় এনে দিলেন। দ্রুততম অস্ট্রেলিয়ান হিসাবে মাত্র ৪৭ বলে হাঁকালেন নিজের চতুর্থ টি-টোয়োন্টি শতরান। ঘটনাক্রমে, যা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ।
'ম্যাড ম্যাক্স' ঝড়ের সাক্ষী থাকল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ম্যাচ শেষে সেই ম্যাক্সওয়েলকেই কিন্তু প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্য। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমরা শুধু ম্যাক্সিকে আউট করার চেষ্টায় ছিলাম। এটাই আমাদের একমাত্র পরিকল্পনা ছিল। ২২২ রান ডিফেন্ড করা হলেও, মাঠে এত শিশির ছিল যে বোলারদের তেমন কিছু করার ছিল না। ওরা শুরুতে কয়েকটা উইকেট হারালেও, হাতেও বেশ কয়েকটা উইকেট ছিল। তাই ম্যাচ সবসময়ই ওরা লড়াইয়ে ছিল। আমি জলপানের বিরতির সময় সবাইকে বলছিলাম যে আমাদের ম্যাক্সওয়েলকে দ্রুত আউট করতে হবে। তবে ও যেটা করল, সেটা একেবারে অস্বাভাবিক।'
শেষ দুই ওভারে অস্ট্রেলিয়া ৪৩ রান তুলে ম্যাচ জেতে। ১৯তম ওভারে অক্ষর পটেল ২১ রান খরচ করেন। এত শিশির পড়া সত্ত্বেও কেন অক্ষরকে বল দেওয়া হল? নিজের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে সূর্য বলেন, 'আমি ১৯তম ওভারে অক্ষর পটলকে বল দিয়েছিলাম কারণ ও এর আগেও ১৯, ২০ নম্বর ওভারে বল করেছে। সেই অভিজ্ঞতা ওর ক্ষেত্রে সুবিধাজনক হবে বলে ভেবেছিলাম। আর আমি মনে করি অভিজ্ঞ স্পিনার শেষবেলার বল করলে একটা সুযোগ থাকেই।'
তবে শেষমেশ সূর্য এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেন ম্যাক্সওয়েল। এরপর দুই দল শুক্রবার, ১ ডিসেম্বর ফের একবার মুখোমুখি হবে। রায়পুরে সেই ম্যাচে ভারতীয় দল জয় পেয়ে সিরিজ নিজেদেরর নামে করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: মাটির মানুষ মাহি! নিজের টি-শার্ট দিয়েই মুছলেন অনুরাগীর বাইক, দিলেন অটোগ্রাফ