Mahendra Singh Dhoni: মাটির মানুষ মাহি! নিজের টি-শার্ট দিয়েই মুছলেন অনুরাগীর বাইক, দিলেন অটোগ্রাফ
MS Dhoni: ধোনিকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাঁর অনুরাগীর লাল রঙের একটি ট্রায়াম্প রকেট ৩আর বাইককে নিজের টি-শার্ট দিয়েই মুছতে দেখা যায়।
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং তাঁর বাইকের প্রতি ভালবাসা নিয়ে নতুন কিছু বলার নেই। ধোনির প্রতি তাঁর ভক্তদের ভালবাসা ও আবেগ সম্পর্কেও সকলেই অবগত। সম্প্রতি ধোনির এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে ধোনি, তাঁর অনুরাগী এবং বাইক, তিনটিই উপস্থিত।
ধোনি ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাঁর অনুরাগীর লাল রঙের একটি ট্রায়াম্প রকেট ৩আর বাইককে ভালভাবে পর্যবেক্ষণ করে নিজের টি-শার্ট দিয়েই প্রথমে মোছেন এবং তারপর সেখানেই নিজের অটোগ্রাফ দেন। এখানেই শেষ নয়। এরপর উচ্ছ্বসিত ধোনি বাইকে বসে ইঞ্জিনও পর্যবেক্ষণ করেন। বাইকের আওয়াজের সঙ্গে সঙ্গে তাঁর মুখের চওড়া হাসিও সহজেই ক্যামেরাবন্দি হয়। ধোনির এই ভিডিও হু হু করে ভাইরালও হয়ে যায়।
View this post on Instagram
কোনওকালেই ধোনি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ নন। তবে তাঁর জনপ্রিয়তা এতটাই যে তাঁর যে কোনও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় দেখা গেলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। ভিডিওটি দেখে তাঁর অনুরাগী থেকে শুরু করে সকলেই মাটির মানুষ ধোনির প্রশংসায় পঞ্চমুখ। দিনকয়েক আগেই ধোনিকে কিন্তু বাইকে এক তরুণ ক্রিকেটারকে লিফট দিতেও দেখা গিয়েছিল।
সেপ্টেম্বর মাসে মহেন্দ্র সিংহ ধোনির বাইকে চাপার সৌভাগ্য হয় ঝাড়খন্ডের এক তরুণ ক্রিকেটারের। আর যে সে বাইক নয়, ধোনির অত্যন্ত প্রিয় ইয়ামাহা আরডি ৩৫০-এ লিফট পেলেন ওই তরুণ। ঝাড়খন্ডের এক তরুণ ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটির শুরুতে দেখা যায়, রাঁচির মাঠে প্র্যাক্টিস করছেন ধোনি। তারপরই দেখা যায়, ধোনির বাইকের পিছনে বসে সেই যুবক। ধোনি বাইক চালাতে মগ্ন।
কেন এই বাইকটি এত স্পেশ্যাল? কারণ, ধোনির কেনা প্রথম বাইক এটি। তখন সবে ক্রিকেট খেলে স্ট্রাইপেন্ড হিসাবে সামান্য টাকা রোজগার করতে শুরু করেছেন ধোনি। তিনি সন্ধান পান, একটি ইয়ামাহা আরডি ৩৫০ বাইক বিক্রি হচ্ছে। সেকেন্ড হ্যান্ড। সেই সময় ইয়ামাহার এই মডেলের বাইক বেশ জনপ্রিয় ছিল। ধোনি সঞ্চিত অর্থে বাইকটি কিনে নেন। তারপর থেকে এখনও অবধি সেই বাইকটি যত্নে রেখেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: আইপিএলে তো সকলেই খেলতে চায়, মেগা টুর্নামেন্টে অংশগ্রহণের ইচ্ছপ্রকাশ পাকিস্তানি তারকার