IND vs AUS 4th Test: আউট হয়ে সাজঘরে ফিরছেন কোহলি, গ্যালারিতে চূড়ান্ত হতাশায় ডুবলেন স্ত্রী অনুষ্কা শর্মা
Virat Kohli: মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ রানে মিচেল স্টার্কের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) জয়ের সুযোগ তৈরি করেও মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। ১৮৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র পাঁচ রানে সাজঘরে ফেরেন তিনি। কোহলি আউট হতেই মাঠে উপস্থিত অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও আথিয়া শেট্টির প্রতিক্রিয়া বেশ নজর কেড়েছে।
মেলবোর্নের শেষ দিনে ভারতের হয়ে গলা ফাটাতে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ও কেএল রাহুল ঘরণী আথিয়া শেট্টি, উভয়েই উপস্থিত ছিলেন। কোহলি আউট হতেই ভারতীয় দলের বিপদ অনেকাংশে বাড়ে। আর তাঁর উইকেট কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দিতে হয় না। কোহলি আউট হতেই গোটা দেশের মতো মাঠে উপস্থিত তাঁর স্ত্রীও তাই হতাশায় মাঠে হেট করেন। আথিয়ার চোখে, মুখেও হতাশার ছাপ স্পষ্ট।
Anushka Sharma is all of us right now Kohli just doesn't feel like Kohli anymore pic.twitter.com/ULvkIWaM6E
— Kevin (@imkevin149) December 30, 2024
অপরদিকে বক্সিং ডে টেস্টে ভারতের হারের পরই চারিদিকে আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে রোহিত শর্মা (Rohit Sharma) কি এবার অবসর নিতে চলেছেন? টেস্ট ক্রিকেটে কি নিজের শেষ ম্য়াচ খেলে ফেললেন হিটম্য়ান? অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ, ব্যাটার হিসেবে চূড়ান্ত ব্যর্থ। সোশ্য়াল মিডিয়ায় তুমুল সমালোচিত হতে হচ্ছে রোহিতকে। উপস্থাপিকা ইশা গুহর সঙ্গে কথা বললেন ম্য়াচের পর। সাংবাদিক বৈঠকেও এলেন। কিন্তু একবারও নিজের অবসর প্রসঙ্গে কোনও উচ্চবাক্য করতে শোনা গেল না রোহিতের মুখে। এরপরই বলাবলি শুরু হয়েছে, তাহলে রোহিত কি অবসর নেবেন না টেস্ট থেকে? সিডনি টেস্টেও কি একাদশে দেখা যাবে ভারত অধিনায়ককে?
টাইমস অফ ইন্ডিয়ার সূত্র বলছে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে থেকে অবসর নিতে পারেন সিডনি টেস্টের পর। এমসিজিতে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা মোটামুটি হয়ত ছেড়েই দিয়েছেন সবাই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ব্যর্থতা ও ব্যাটিংয়ে হতশ্রী ফর্মই রোহিতের অবসরের জল্পনা বাড়ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যাটে রানের খরা, ভবিষ্যৎ নিয়ে সংশয়, এবার বিরাট, রোহিতের ফর্ম নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী