IND vs AUS 5th Test: পঞ্চম টেস্টের আগে ভারতীয় সাজঘরে বিশেষ বন্দোবস্ত, কিংবদন্তিদের সম্মান জানাল এসসিজি
India vs Australia: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল।
নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট (IND vs AUS 5th Test)। সেই টেস্টের আগে জোরকদমে চলছে প্রস্তুতি। ম্যাচের আগে একেবারে সাজ সাজ রব। এরই মাঝে ভারতীয় কিংবদন্তি বিষণ সিংহ বেদীকে বিশেষ সম্মান জানানো হল সিডনির ক্রিকেট গ্রাউন্ডের (Sydney Cricket Ground) তরফে।
এসসিজির তরফে সোশ্য়াল মিডিয়ায় ভারতীয় সাজঘরের দুইটি ছবি শেয়ার করা হয়, যেখানে সাজঘরে দেওয়ালে বিষণ সিংহ বেদীর নামের ক্যালিকো রোল রয়েছে। এসসিজির তরফে জানানো হয় এটা প্রথা মেনেই করা হয়েছে। অবশ্য শুধু বিষণ বেদী নন, তার সঙ্গে যাদব নামাঙ্কিত ক্যালিকো রোলও টিম ইন্ডিয়ার সাজঘরে টাঙানো রয়েছে।
As is a tradition at the SCG, the away changeroom features the original calico rolls from the SCG scoreboard that stood at the back of the hill from 1924 to 1984.
— Sydney Cricket Ground (@scg) January 2, 2025
Bedi and Yadav are the two names on display in the Indian dressing room for the New Year’s Test 🏏 pic.twitter.com/HucIujDcpn
তবে শিবলাল না কুলদীপ, ঠিক কোন যাদবকে ইঙ্গিত করা হয়েছে, সেই বিষয়ে খানিক ধোঁয়াশা রয়েছে। কারণ দুই ভারতীয় স্পিনারই কিন্তু সিডনির ঐতিহাসিক মাঠে পাঁচ উইকেট নিয়েছেন। ১৯৮৬ সালের ড্র হওয়া টেস্টে ভারতের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন শিবলাল। সেই ম্যাচের ৩৩ বছর পর ২০১৯ সালে কুলদীপ যাদবও পাঁচ উইকেট নেন।
এই ম্যাচের আগে কিন্তু ভারতীয় সাজঘর নিয়ে না না প্রশ্ন উঠছে। সেই বিষয়ে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলে তিনি এমন ধরনের কোনও রিপোর্টের মধ্যে সত্যতা নেই বলে সবটাই খারিজ করে দেন। গম্ভীরের সাফ জবাব, 'ওগুলো কেবল রিপোর্টই। সত্যি নয়। এইসব রিপোর্ট নিয়ে মন্তব্য করার কোনও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সততা থাকাটা খুব প্রয়োজনীয়। আমারা সাফল্য পেতে মরিয়া।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সিডনিতে নামার আগেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা, পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার