IND vs AUS, 4th Test LIVE: বিরাট-অক্ষরের দুরন্ত পার্টনারশিপ, চতুর্থ দিনের শেষে ৮৮ রানে এগিয়ে ভারত
IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন।
LIVE
Background
আমদাবাদ: ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট আজ থেকে শুরু হয়ে গেল। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এরই মধ্যে আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।'
Ind vs Aus Live: ৮৮ রানে এগিয়ে ভারত
চতুর্থ দিনের খেলা শেষে ৮৮ রানে এগিয়ে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা ট্রাভিস হেড ও ম্যাট কুনেমান ছয় ওভার ব্যাট করতে সক্ষম হন। বিনা উইকেটে ৩ রানে চতুর্থ দিনের খেলা শেষ করল অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৯১ রানের লিড নিল ভার
৫৭১ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস।
Ind vs Aus Live: আউট অক্ষর
ব্যক্তিগত ৭৯ রানে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর। ভারতের ষষ্ঠ উইকেটের পতন।
Ind vs Aus Live: অর্ধশতরান অক্ষরের
অর্ধশতরান অক্ষর পটেলের। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন অক্ষর।
Ind vs Aus Live: প্রথম ইনিংসে লিড পেল ভারত
লিড নিয়ে নিল ভারত। এখনও হাতে ৫ উইকেট।