IND vs BAN Innings Highlights: নীতীশ-রিঙ্কু-হার্দিকের ব্যাটের ঝড়ে পয়মন্ত মাঠই না বাংলাদেশের কাছে অভিশপ্ত হয়ে ওঠে!
India vs Bangladesh: ৩৪ বলে নীতীশ করলেন ৭৪ রান। ২৯ বলে ৫৩ রিঙ্কুর। চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রান যোগ করলেন দুজনে। ৬ নম্বরে নেমে ১৯ বলে ৩২ রান করলেন হার্দিক।
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে ১৫টি টি-২০ ম্যাচ খেলে একবারই জিতেছে বাংলাদেশ (India vs Bangladesh)। ২০১৯ সালে। আর পাঁচ বছর আগের সেই জয় এসেছিল নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলাতেই। যে মাঠের বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম। যে মাঠে বুধবার ফের টি-২০-র মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সিরিজে ১-০ এগিয়ে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজ বাঁচিয়ে রাখতে হলে ভারতের রাজধানীর বুকে ভারতকে হারানো ছাড়া উপায় নেই বাংলাদেশের।
সেই ম্যাচে ভারতকে শুরুতে চাপে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। টস জিতে প্রথমে ফিল্ডিং করে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ভারতের তিন উইকেট ফেলে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু বাংলাদেশ শিবির হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এরপরই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তাদের শিবিরের ওপর।
একজন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অপরিচিত মুখ। ভারতের জার্সিতে খেলতে নেমেছেন কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচে। নীতীশ রেড্ডি (Nitish Reddy)। মাত্র ১৭ বলে হাফসেঞ্তুরি করে যিনি বাংলাদেশের বোলিংকে কোণঠাসা করে ফেললেন।
অন্যজন, পকেট হারকিউলিস রিঙ্কু সিংহ। নীতীশের সঙ্গে পাল্লা দিয়ে ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন। দুই তরুণের দাপটে মাত্র ১৮.২ ওভারে দুশো পেরিয়ে যায় ভারত।
ইনিংসের শুরুটা সতর্কভাবে করেছিলেন। প্রথম ১৩ বলে ১৩ রান করেছিলেন নীতীশ। পরের ১৪ বলে করলেন ৩৭ রান। সব মিলিয়ে ৩৪ বলে করলেন ৭৪ রান। ২৯ বলে ৫৩ রিঙ্কুর। চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রান যোগ করলেন দুজনে। ৬ নম্বরে নেমে ১৯ বলে ৩২ রান করলেন হার্দিক। ২০ ওভারে ভারত তুলল ২২১/৯।
Innings Break!
— BCCI (@BCCI) October 9, 2024
Half-centuries from Nitish Kumar Reddy(74) and Rinku Singh(53) and quick-fire knocks by Hardik Pandya and Riyan Parag, propel #TeamIndia to a total of 221/9.
Scorecard - https://t.co/Otw9CpO67y… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/JTDcEsaHqg
ভারত বুধবারের ম্যাচে মোট ১৫টি ছক্কা মেরেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোনও টি-২০ ম্যাচে এটাই কোনও দেশের সবচেয়ে বেশি ছক্কা মারার নজির। ১২ বছর আগে, ২০১২ সালে মীরপুরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিরুদ্ধে ১৪টি ছক্কা মেরেছিল। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
বাংলাদেশের স্পিনাররা এদিন ৮ ওভারে ১১৬ রান খরচ করে ৩ উইকেট নেন। ওভার প্রতি দিয়েছেন ১৪.৫০ রান। এর আগে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বাংলাদেশের স্পিনাররা এত রান খরচ করেননি।
আরও পড়ুন: অস্থির সময়ে লন্ডনে নাচের মঞ্চ থেকে সমাজ শোধনের ডাক সৌরভ ঘরনি ডোনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।