IND vs ENG 4th Test Live: শেষ সেশনে উঠল শতাধিক রান, ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম দিনশেষে ম্যাচ একেবারে ৫০-৫০
ENG vs IND: ম্যাচের আগেরদিনই ম্যাঞ্চেস্টারে প্রবল বৃষ্টি হয়েছে। ওল্ড ট্রাফোর্ড ঢাকা পড়ে কভারে।
LIVE

Background
ম্যাঞ্চেস্টার: সিরিজ়ের প্রথম তিন টেস্টে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। কিছু মুহূর্ত এদিক ওদিক হলেই ফলাফল ভারতের পক্ষে ৩-০ হতেই পারত। তবে যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়া আপাতত সিরিজ়ে ১-২ পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজ়ে সমতায় ফিরতে তাই মরিয়া হয়ে চতুর্ছ টেস্টে (IND vs ENG 4th Test) মাঠে নামবে ভারতীয় দল।
ম্যাচে তিন ম্যাচে ফলাফল যাই হোক না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের ভরপুর মনোরঞ্জন হয়েছে। এবার ম্যাঞ্চেস্টারে তৈরি হচ্ছে আরেকটি মেগা দ্বৈরথের মঞ্চ। এই ম্যাচের আগে ইংল্যান্ড একাদশ ঘোষণা করে দিয়েছে। দলে বহু বছর পর ফিরছেন লিয়াম ডসন। প্রাথমিকভাবে ব্যাটার হিসাবে কেরিয়ার শুরু করা ডসনই ইংল্যান্ডের একমাত্র স্পিনার। তাঁর আগমনে যে ইংল্যান্ডের ব্যাটিংটা আরও মজবুত হচ্ছে, তা বলাই বাহুল্য। অপরদিকে, জোফ্রা আর্চার নিজের কামব্যাক ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন। জো রুটও গত ম্যাচে শতরান হাঁকিয়ে ফর্মে ফিরেছেন। সব মিলিয়ে ইংল্যান্ড দল বেশ ভাল জায়গায়ই আছে বলে ধরাই যায়।
কিন্তু ভারতীয় দল চোট, আঘাতে জর্জরিত। অর্শদীপ সিংহ চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন শুভমন গিল। এছাড়া নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। ফলে ভারতীয় দলে বদল ঘটা নিশ্চিত। তবে গিল জানান, 'এই চোট আঘাত নিয়ে খেলাটা কখনই সোজা নয়। নীতীশ কুমার রেড্ডি সিরিজ় থেকেই ছিটকে গিয়েছে। আকাশ দীপ পরের ম্যাচে খেলতে পারবে না, অর্শদীপের অবস্থাও এক। তবে আমার মতে আমাদের দলে ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ভাল বোলার রয়েছেন। সিরিজ়ে এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এতবার বোলিং কম্বিনেশন বদল করাটা একেবারেই আদর্শ নয়, তবে এই অবস্থার জন্য তো আমি প্রস্তুত ছিলাম।'
বোলিং বিভাগে আকাশ দীপের অনুপস্থিতিতে জাতীয় দলে সুযোগ পাওয়া অংশুল কম্বোজ এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক ঘটাতে পারেন। তবে ভারতীয় দলের যে পজিশনের দিকে সবথেকে বেশি নজর, সেটা হল নম্বর তিন। করুণ নায়ার তিন টেস্টে সুযোগ পেয়ে বেশ কয়েকটা ইনিংসে শুরুটা ভাল করেও বড় রান পাননি। টিম ম্যানেজমেন্ট এই ম্যাচেও তাঁর ওপর আস্থা রাখে না সাই সুদর্শনকে আবার দলে সুযোগ দেওয়া হয়, সেটা দেখার বিষয় হতে চলেছে। উপরন্তু, প্রথম দুই দিন ম্যাঞ্চেস্টারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ফাস্ট বোলাররা পরিবেশ থেকে মদত পাবেন। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের টিম কম্বিনেশনের দিকেও নজর থাকবে।
তবে এই ম্যাচে যশপ্রীত বুমরা খেলবেনই, তা নিশ্চিত করে দিয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর খেলা প্রথম দুই ম্যাচ হেরেছে ভারত। এবার তিনি দলকে জয় এনে দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
IND vs ENG Live Update: প্রথম দিনের খেলা শেষ
খারাপ আলোর জন্য বর্ধিত আধ ঘণ্টা শেষ হওয়ার মিনিট ১০ আগেই প্রথম দিনের খেলা শেষ হল। শেষ সেশনে ৩১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১১৫ রান তুলল ভারতীয় দল। চার উইকেটে ২৬৪ রানে দিনশেষ করল টিম ইন্ডিয়া। শার্দুল ও রবীন্দ্র জাডেজা, দুই অলরাউন্ডারই ১৯ রানে অপরাজিত রইলেন।
IND vs ENG Live Update: ২৫০ পূর্ণ
চার উইকেট হারিয়ে ২৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ক্রিজে টিম ইন্ডিয়ার হয়ে রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর উপস্থিত রয়েছেন।




















