IND vs IRE, WT20: ৫ রানে আইরিশদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেন মান্ধানারা
IND vs IRE: আয়ার্ল্যান্ডের ব্যাটিংয়ের সময় নবম ওভারে বৃষ্টি নামে। তারপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
গাইবেরখা: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসাবে বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করল ভারতীয় দল। ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ার্ল্যান্ডকে (IND vs IRE) পাঁচ রানে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
শেষ চারে ভারত
আপাতত গ্রুপ ২-র দ্বিতীয় স্থানেই রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের সম সংখ্যক পয়েন্ট থাকলেও নেট রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। কাল পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। সেই ম্যাচে খুব বড় ব্যবধানে পরাজিত না হলে ইংল্যান্ডের গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করাটা কার্যত নিশ্চিত। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের দুই সেমিফাইনাল আয়োজিত হবে। সেমির তিন দল নির্ধারিত হয়ে গেলেও এখনও গ্রুপে কোন দল কোথায় শেষ করবে তা নির্ধারিত নয়, তাই সেমিফাইনালে প্রতিপক্ষ জানার জন্য হরমনপ্রীতদের কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
ম্যাচের বিবরণ
এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে ভারতীয় ওপেনার শুরুটা কিছুটা মন্থর তবে জমাট করেন। একদিকে স্মৃতি তুলনামূলক আগ্রাসী ব্যাটিং করলেও, শেফালি মন্থর গতিতেই ইনিংস এগিয়ে নিয়ে যান। ওপেনিংয়ে ৬২ রান যোগ করেন দুইজনে। তবে ২৯ বলে ২৪ রান করেই সাজঘরে ফিরতে হয় শেফালিকে। তাঁর আউট হওয়ার পর টুর্নামেন্টে খারাপ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত তিনে ব্যাট করতে নামেন।
হরমনপ্রীতও রানের গতি বাড়াতে পারেননি। ২০ বলে মাত্র ১৩ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। প্রেন্ডারজাস্ট এক অনবদ্য ক্যাচ ধরে ভারতীয় অধিনায়ককে সাজঘরে ফেরান। তবে ভারতীয় অধিনায়ক নিজের ১৫০তম ম্যাচে এই ইনিংসের সুবাদেই তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেলেন। গত ম্যাচে লড়াকু ইনিংস খেলে নজর কাড়া, বাংলার রিচা ঘোষও এদিন ব্যর্থ। প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। তিন উইকেট নিয়ে ভারতকে বেশ বিপাকেই ফেলে দেন লরা ডিলেনি।
তবে অপরদিকে পরপর উইকেট পড়তে থাকলেও স্মৃতি কিন্তু নিজের দুরন্ত ইনিংস চালিয়ে যান। তাঁর ব্যাটে ভর করেই ১৫০ রানের দিকে দ্রুত এগোচ্ছিল ভারতীয় দল। তবে প্রেন্ডারজাস্টও স্মৃতিকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন। শেষমেশ জেমাইমা রডরিগেজের ১২ বলে ১৯ রানের ইনিংসে ভারতীয় দল ১৫০ রানের গণ্ডি পার করে।
১৫৬ রানের চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে আইরিশদের শুরুটা একেবারে দুঃস্বপ্নের মতো হয়। নতুন বল হাতে ফের একবার ভারতের হয়ে শুরুটা দুরন্তভাবে করেন রেণুকা সিংহ। প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া বোলার। ইনিংসের প্রথম বলেই অ্যামি হান্টার ১ রানে রান আউট হন। এরপর ওর্লা প্রেন্ডারজাস্টকে শূন্য রানে আউট করেন রেণুকা। অবশ্য প্রাথমিক ধাক্কা সামলে গ্যাবি লুইস ও লরা ডিলেনি আইরিশ ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
৮.২ ওভারে আয়ার্ল্যান্ড দুই উইকেটেই ৫৪ রান তুলে ফেলেছিল। ডিলেনি ১৭ ও লুইস ৩২ রানে ব্যাট করছিলেন। এমন পরিস্থতিতে বৃষ্টির জেরে ম্যাচ থামাতে হয়। এরপর আর মাঠে ফেরা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী আয়ার্ল্যান্ড প্রয়োজনীয় রানের থেকে ৫ রান পিছিয়ে থাকায় ভারতই ম্যাচ জিতল।
আরও পড়ুন: আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অনন্য় নজির গড়লেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত